সংবাদদাতা, সিউড়ি : সংখ্যালঘু ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। পরে মহম্মদবাজার থানার আইসি অরূপ ভট্টাচার্যের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী প্রায় ১০০ জন সংখ্যালঘু পরিবারের ভোটারকে নিরাপত্তা দিয়ে বুথে নিয়ে এলেন। ভোট দিয়ে খুশি ভোটাররা। লোকসভা কেন্দ্রের পাপিষ্ঠা গ্রাম পঞ্চায়েতের নবগ্রামের ২৩৯ নম্বর বুথে সকাল থেকে ভোটারদের আটকানোর অভিযোগ ওঠে স্থানীয় বিজেপি নেতা সন্তু মণ্ডল, তারক চৌধুরী এবং দীপ চৌধুরীর বিরুদ্ধে। অভিযোগ পেয়েই ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী এসে বিজেপির অবৈধ জমায়েতকে হটিয়ে দেয়।
আরও পড়ুন-পরিস্রুত জল দিতে মহানন্দায় নমুনা সংগ্রহ করল শিলিগুড়ি পুরনিগম
তিন বিজেপি নেতাকে সতর্ক করে দেওয়া হয়, যেন তাঁরা ভোট কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে প্রবেশ না করেন। পরে পুলিশের কিউআরটি টিমের সহযোগিতায় পুরুষ-মহিলা মিলিয়ে প্রায় ১০০ জন ভোটার নবগ্রাম ভোট কেন্দ্রে নিজেদের ভোট দিতে পারেন। আমিনা বিবির অভিযোগ, তিন বিজেপি নেতা তাঁদেরকে ভয় দেখালে তাঁরা ভোট না দিয়ে বাড়ি ফিরে যান। পরে পুলিশ নিরাপত্তার আশ্বাস দিলে ভোট দেন। স্থানীয় তৃণমূল নেতা কালীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সকাল থেকে ভোটাররা অভিযোগ তুলছিলেন। পরে আমরা পুলিশকে অভিযোগ করি, পুলিশ নিরাপত্তা দিয়ে নিয়ে এসে ভোট দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে।