সংবাদদাতা, শিলিগুড়ি : তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) নতুন বোর্ড গঠনের পর আবার ‘টক টু মেয়র’ চালু হল। এদিন প্রথমবার মেয়রের ফোনকল অ্যাটেন্ড করলেন মহানাগরিক গৌতম দেব। ৩২টি ফোন ধরলেন। বেশিরভাগই পানীয় জলের সমস্যা নিয়ে ফোন এসেছে বিভিন্ন ওয়ার্ড থেকে। তারই একটি কল ছিল পুরসভার সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের অস্থায়ী কর্মী মুকেশ ঠাকুরের। তাঁকে কাজ থেকে বহিষ্কারের হুমকি দিয়েছেন বিজেপি কাউন্সিলরের বাবা। সুরাহার আশ্বাস পেলেন মুকেশ। পাঁচ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর অনিতা মাহাতো এবার প্রথমবার জয়ী হয়েছেন। জয়ী হওয়ার পর থেকেই ওয়ার্ডের বেশিরভাগ কাজ দেখাশোনা করেন তাঁর বাবা অশোক মাহাতো। শনিবার বেলা ১১টা থেকে মেয়র সরাসরি ফোনে সাধারণ মানুষদের অভিযোগ শুনছিলেন। সেই সময়েই মুকেশ ফোন করেন মেয়রকে।
আরও পড়ুন – ভাটপাড়ায় ফের বোমাবাজি, আক্রান্ত তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের পুত্র
জানান, গত পাঁচ বছর ধরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিভাগে অস্থায়ী কর্মী তিনি। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) হয়েও কাজ করেন। গত পুর নির্বাচনে তৃণমূলের হয়ে কাজ করেছেন। এতেই সমস্যা বিজেপি কাউন্সিলর অনিতার। মেয়ের হয়ে বাবা অশোক বহিষ্কারের হুমকি দেন। গত ১০ দিন ধরে কাজ করতেও দেওয়া হচ্ছে না তাঁকে। গৌতম জানান, প্রশাসনিক বোর্ডে থাকাকালীন দু’বার ৭৯টি ফোন ধরেছিলাম। যে সমস্ত অভিযোগ এসেছিল, তার বেশিরভাগটাই সমাধান করা হয়েছে।