দেশের অভ্যন্তরীণ কোনও বিষয়ে অন্য দেশের নাক গলানো তালিবান (Taliban) সরকার একেবারেই পছন্দ করে না। সরাসরি নাম করে পাকিস্তানকে এই বার্তা (threat) দিলেন তালিবান সরকারের প্রতিরক্ষা মন্ত্রী মোল্লা মহম্মদ ইয়াকুব। এদিন প্রতিরক্ষা মন্ত্রী বলেন, সম্প্রতি আফগানিস্তানে কুনার ও খোস্ত প্রদেশে আকাশপথে যে আক্রমণ হয়েছে তার সঙ্গে যুক্ত রয়েছে পাকিস্তান।
আরও পড়ুন-জেলেনস্কির হুমকি
পাকিস্তান-সহ আরও কিছু দেশ আফগানিস্তানের চলার পথে প্রতিবন্ধকতা তৈরি করছে। আন্তর্জাতিক মহলের কাছে তারা তালিবান সরকারের ভাবমূর্তিতে কালি ছেটানোর চেষ্টা চালাচ্ছে। কিন্তু তারা যেন মনে রাখে, তালিবান কখনওই এ ধরনের হস্তক্ষেপ মেনে নেবে না। দরকারে তালিবান সরকার তাদের সবক শেখাবে।