প্রতিবেদন : গত তিন-চারদিন ধরে মার্কিন প্রশাসনের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছিল চিনের বেলুন। যা উড়ছিল আটলান্টিক উপকূলে। আটলান্টিক উপকূল সংলগ্ন এলাকায় রয়েছে মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন ধরনের ঘাঁটি। ওই এলাকাতেই দৈত্যাকার বেলুনটি (Spy Balloon- US) উড়ছিল। শনিবার সেই বেলুনটিকে (Spy Balloon- US) গুলি করে নামিয়ে আটলান্টিক মহাসাগরে ডুবিয়ে দিয়েছে মার্কিন সেনা। বাইডেনের দেশের এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে চিন। কার্যত ওয়াশিংটনকে হুমকি দিয়েছে চিনের বিদেশমন্ত্রক।
রবিবার বেজিংয়ে চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র হুঁশিয়ারির সুরে বলেছেন, আমেরিকা যা করেছে তা সম্পূর্ণ অনৈতিক। আমেরিকা যে কাজ করেছে তার ফল তাদের ভুগতে হবে। চিন আমেরিকাকে সময়মতো উপযুক্ত জবাব দেবে। অন্যদিকে চিনা হুমকির প্রেক্ষিতে পাল্টা মুখ খুলেছে আমেরিকাও। প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন বলেছেন, চিনের বেলুন আমেরিকার সার্বভৌমত্বকে বিপন্ন করছিল। আইন মেনে যা করার করা হয়েছে।
আরও পড়ুন-প্রতারণায় যুক্ত গোটা আদানি পরিবার