প্রতিবেদন : রাজ্যের প্রস্তাবিত নতুন বিমানবন্দরগুলো চালু করার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক নির্দেশের পর এনিয়ে প্রশাসনিক তৎপরতা শুরু হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে আগামী সপ্তাহেই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার প্রতিনিধিরা কোচবিহার, মালদহ এবং বালুরঘাট বিমানবন্দর পরিদর্শন করতে চলেছেন। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, প্রস্তাবিত ওই বিমানবন্দরগুলির রানওয়ে তৈরির কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এয়ারপোর্ট অথরিটি প্রতিনিধিরা সেই কাজ সরেজমিনে খতিয়ে দেখার পাশাপাশি অন্য পরিকাঠামো নিয়েও রাজ্য প্রশাসনের সঙ্গে ওইদিন বিশদে আলোচনায় বসছেন। জানা গিয়েছে, সোমবার মালদহ, মঙ্গলবার বালুরঘাট এবং বুধবার কোচবিহার বিমানবন্দর পরিদর্শন করবেন এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকরা। মালদহের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্রুত ওই বিমানবন্দর চালু করার উদ্যোগ নিতে প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন। সেই মোতাবেক মালদহ এয়ারপোর্ট-এর রানওয়ে বাড়ানোর জন্য জমি অধিগ্রহণ ইতিমধ্যেই করেছে জেলা প্রশাসন। কোচবিহার বিমানবন্দর প্রস্তুত হয়ে গেলেও এখনও সেখানে একাধিক জটিলতা রয়েছে। সম্প্রতি কোচবিহার বিমানবন্দরের লাইসেন্স নবীকরণ নিয়েও সমস্যা তৈরি হয়।
আরও পড়ুন : দুয়ারে রেশন পেলেন পাঁচ কোটি
সেই সমস্যা কাটিয়ে তুলে কোচবিহার বিমানবন্দর ফের নতুন রূপে শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। এই পরিপেক্ষিতে এয়ারপোর্ট অথরিটির প্রতিনিধিদের এই সফর তাৎপর্যপূর্ণ। অন্যদিকে বালুরঘাট বিমানবন্দর তৈরির কাজও শেষ পর্যায়ে রয়েছে। সেখানে রানওয়েটিও তৈরি। এই তিন বিমানবন্দর চালু হয়ে গেলে উত্তরবঙ্গের সঙ্গে দেশ তো বটেই, গোটা বিশ্বের যোগাযোগের নতুন দরজা খুলে যাবে। এই তিন নির্মীয়মাণ বিমানবন্দর ছাড়াও রাজ্যে আরও দুই জায়গায় নতুন বিমানবন্দর তৈরির পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এর একটি হবে পুরুলিয়াতে। কলকাতা বিমানবন্দরের উপর থেকে চাপ কমাতে বিকল্প বিমানবন্দর তৈরির জন্য তৎপরতা শুরু হয়েছে।