প্রতিবেদন : হাজার হাজার সেনা মোতায়েন করার পরও হিংসা থামার বিরাম নেই। ফের রক্তাক্ত হয়ে উঠল মণিপুর (Manipur violence)। দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারালেন ৩ জন কুকি। যার জেরে ১ সপ্তাহের মধ্যে ফের প্রাণহানির ঘটনা ঘটল উত্তর-পূর্বের এই রাজ্যে।
জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা নাগাদ কাংপোকপি জেলার কাংগুই এলাকায় কুকিহত্যার ঘটনাটি ঘটে। কাংপোকপি জেলার পুলিশ সুপার থলু রকি জানিয়েছেন, ৩ জন কুকি গাড়ি করে আসছিলেন। সেই সময় তাঁদের উপর অতর্কিতে হামলা চালানো হয়। গুলিতে মৃত্যু হয় ৩ জন কুকি সম্প্রদায়ের মানুষের। দেহ উদ্ধার করে ইতিমধ্যেই পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। দোষীদের অনুসন্ধানে এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ ও অসম রাইফেলস।
উল্লেখ্য, গত শুক্রবারই গুলির লড়াইয়ে কেঁপে উঠেছিল মণিপুর (Manipur violence)। সূত্রের খবর, সশস্ত্র স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ হয় সেনাবাহিনীর। এই ঘটনায় মৃত্যু হয় দু’জনের। আহত অন্তত ২০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কুকি ও মেতেই দুই সম্প্রদায়ের জঙ্গি সংগঠনের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সেনাবাহিনী। স্থানীয় বাসিন্দাদের থেকে হাতিয়ার জমা নেওয়ার প্রক্রিয়াও চলছে। তবে সন্ত্রাসদমন প্রক্রিয়ায় বাধা দিচ্ছে মেইরা পাইবির মতো সংগঠনগুলি। সাধারণ মানুষ বা ‘ভূমিপুত্র’রা নিজ নিজ সম্প্রদায়ের জঙ্গিদের আড়াল করছে। সবমিলিয়ে অত্যন্ত ঘোরালো হয়ে উঠেছে পরিস্থিতি।
আরও পড়ুন- ডিজেল গাড়ি বন্ধের হুঁশিয়ারি