প্রতিবেদন : বিধানসভায় জাতীয় সংগীত অবমাননার অভিযোগে শনিবার আরও ৩ বিজেপি বিধায়ককে তলব করল কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা। এর আগে এই মামলায় ৫ বিধায়ককে তলব করা হয়েছিল। এবার তালিকায় যুক্ত হলেন শালতোড়ার চন্দনা বাউরি, তুফানগঞ্জের মালতী রাভা রায় ও নাটাবাড়ির মিহির গোস্বামী। মঙ্গলবার দুপুর দেড়টার মধ্যে তাঁদের ডাকা হয়েছে। তৃণমূলের ঘোষিত কর্মসূচির মধ্যে গিয়ে গোলমাল বাধান বিজেপি বিধায়করা।
আরও পড়ুন-প্রাচীন রুদ্রেশ্বর শিবমন্দির সংস্কারে উদ্যোগ প্রশাসনের
শুধু তাই নয়, কর্মসূচির শেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের মন্ত্রী-বিধায়করা যখন জাতীয় সংগীত গাইছেন সেই সময়ও বিধানসভা চত্বরে দাঁড়িয়ে ‘কুৎসিত’ চিৎকার করে স্লোগান দিয়েছেন বিরোধী দলনেতা-সহ অন্যান্য বিজেপি বিধায়করা। এই ঘটনা হয়েছে পরপর দু’দিন। অভিযোগ, জাতীয় সংগীত গাওয়ার সময় বিজেপির বিধায়করা তীব্র চিৎকার করেন। জাতীয় সংগীতের অবমাননার অভিযোগ ওঠে বিজেপি বিধায়কদের বিরুদ্ধে। স্পিকারের ঘরে বৈঠক করেন পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়-সহ মন্ত্রিসভার বর্ষীয়ান সদস্য, ডিসি সেন্ট্রাল-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। এরপরেই জাতীয় সংগীতের অবমাননার গুরুতর অভিযোগ তুলে থানায় অভিযোগ জানানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন-অভিষেকের প্রতিশ্রুতি পালন, বকেয়া টাকা দিল তৃণমূল
তৃণমূলের পরিষদীয় দলের তরফে অধ্যক্ষের কাছে এ নিয়ে অভিযোগ জানানো হয়। এরপরই বিধানসভার সচিব হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ জানান। যে ১১ জনের নামে অভিযোগ জমা পড়ে, তার মধ্যে পাঁচজনকে সোমবার তলব করা হয়েছে। মঙ্গলবার, বাকি তিনজনকে হাজির হতে বলা হয়েছে। এদিকে শনিবার ছুটির দিনে এই অভিযোগের তদন্তে বিধানসভায় হাজির কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। যেখানে জাতীয় সংগীতের অবমাননা করা হয়েছে বলে অভিযোগ, সেখানকার ছবি ও ভিডিও তোলেন তাঁরা। তৃণমূলের ঘোষিত কর্মসূচির মধ্যে গিয়ে গোলমাল বাধান বিজেপি বিধায়করা।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…