কালী পুজোর রাতে মহিলা পুলিশ আধিকারিকের গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি ধাক্কা (Accident)। মৃত্যু হল তিন যুবকের। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গোপালনগর থানার গঙ্গানন্দপুর গ্রাম পঞ্চায়েতের চারাতলা এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম তন্ময় কীর্তনিয়া, সুজিত হালদার এবং অমিত মাঝি। তারা সকলেই গোপালনগর থানার পাঁচপোতা গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন- প্রয়াত তৃণমূল কাউন্সিলর রামপেয়ারি রাম
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন নাটাবেরিয়া থেকে বনগাঁর দিকে আসছিল বনগাঁ মহিলা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অপরাজিতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় চারতলা এলাকায় উল্টো দিক থেকে আসা একটি বাইক তিন যুবক সজরে পুলিশের গাড়িতে ধাক্কা মারে (Accident)। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিন জনের। আহত হয়েছেন বনগাঁ মহিলা থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অপরাজিতা বন্দ্যোপাধ্যায় এবং তার গাড়ি চালক। এই বিষয়ে পুলিশ আধিকারিক অপরাজিতা বলেন, “একটি বাইক সামনে থেকে এসে আমাদের গাড়িতে ধাক্কা মারে। ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়, পরে আরেকজনের মৃত্যু হয়।