সুপ্রিম-নির্দেশ উপেক্ষা করেই দিল্লিতে দেদার পুড়ল বাজি, ফের বাতাসে বাড়ল ‘বিষ’

Must read

দূষণের (Delhi Air Pollution) জেরে দিল্লিবাসীর শ্বাসপ্রশ্বাস নিতে সমস্যা হচ্ছে তারপরেও দেদার বাজি পোড়ানো হল। মানা হল না সুপ্রিম কোর্টের নির্দেশও। দীপাবলির পরেই ফের ধোঁয়াশায় ঢাকল রাজধানী। সোমবার দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে বাতাসের মান অত্যন্ত খারাপ বলেই খবর। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ সূত্রে খবর, দিল্লি ছাড়াও উত্তরপ্রদেশ, তামিলনাড়ু-সহ বিভিন্ন রাজ্যের বাতাসের মান খারাপ হয়েছে বলে।

আজ সকাল সাড়ে ছ’টা নাগাদ দিল্লির (Delhi Air Pollution) বাতাসে দূষণের মাত্রা ৫০০ ছাড়িয়েছে বলে একটি বেসরকারি সংস্থার দাবি। তারা জানিয়েছে, এদিন বিশ্বের সবচেয়ে দূষিত শহর হল দিল্লি। তবে এদিন কেন্দ্রীয় বোর্ডের তরফে জানানো হয়েছে, দিল্লির বাতাসের মান খারাপ হয়েছে। একিউআইয়ে বাতাসের মান কত, তা প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন- গাড়ির সঙ্গে বাইকের ধাক্কা, মৃত ৩

দিল্লির এই পরিস্থিতি সামাল দিতে বাজি ফাটানো নিষিদ্ধ করেছিল দেশের শীর্ষ আদালত। কিন্তু সেই সুপ্রিম নির্দেশ না মেনেই বাজি পোড়ানো হল রাজধানীতে। এর ফলে পরের দিন ধোঁয়াশায় ঢেকে যায় দিল্লি। তবে দীপাবলির পরের দিন উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, মহারাষ্ট্র-সহ একাধিক রাজ্যেই বেড়ে গিয়েছে দূষণ। একইসঙ্গে বাজির খোলা ও নানান বর্জ্য পদার্থ ছড়িয়ে রয়েছে বিভিন্ন জায়গায়।

Latest article