দর্জি কানাইয়ালালের খুনিরা বিজেপির যঙ্গে যুক্ত! বিস্ফোরক রাজস্থানের মুখ্যমন্ত্রী

Must read

দর্জি কানাইয়ালালের খুনিরা বিজেপির যঙ্গে যুক্ত! এমনই বিস্ফোরক মন্তব্য করলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট (CM Ashok Gehlot)। তাঁর বক্তব্য, কানাইয়ালালের খুনের দিন কয়েক আগেও ওই ঘটনার অভিযুক্তরা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল। তখন বিজেপি নেতারাই গিয়ে অভিযুক্তদের হয়ে থানায় সওয়াল করেছিলেন।

আগামী ২৫ নভেম্বর রাজস্থানে বিধানসভা নির্বাচন। তার আগেই আবার সামনে আসছে সেই কানাইয়ালকে খুনের ঘটনা। যোধপুরে নির্বাচনী সভায় গেহলট (CM Ashok Gehlot) বলেন, যদি রাজস্থান পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ, এনআইএ-র জায়গায় তদন্ত করে দেখত তবে এতদিনে গোটা বিষয়টি পরিষ্কার হয়ে যেত। উল্লেখ্য, বিজেপির তৎকালীন মুখপাত্র নূপুর শর্মার বক্তব্যের সমর্থনে সোশ্যাল মিডিয়া পোস্ট করায় পেশায় দর্জি রাজস্থানের কানহাইয়া লালকে হত্যা করা হয়। খুনের পর এক ভিডিও বার্তায় দুই অভিযুক্ত জানিয়েছিল, ইসলামকে অপমান করা হয়েছে, তাই তারা প্রতিশোধ নিয়েছে। এরপর রাজস্থান-সহ দেশজুড়ে অশান্তি ছড়ায়। ২০২২ সালে ২৮ জুন উদয়পুরে দর্জি কানাইয়ালালকে মুণ্ডচ্ছেদ করে খুন করা হয়েছিল। এবার ভোটের মুখে ফের সেই ঘটনার প্রসঙ্গ সামনে আসছে। ওই ঘটনার পরেই দু’জনকে গ্রেফতার করা হয়েছিল। তারা নিজেদের রিয়াজ আখতারি ও ঘউস মহম্মদ বলে দাবি করেছিলেন।

আরও পড়ুন- সুপ্রিম-নির্দেশ উপেক্ষা করেই দিল্লিতে দেদার পুড়ল বাজি, ফের বাতাসে বাড়ল ‘বিষ’

এই ঘটনা প্রসঙ্গে রবিবার রাজস্থানের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক ছিল। তখন আমার সফরসূচি বাতিল করে উদয়পুরে যাই। তবে সেই সময় একাধিক বিজেপি নেতা ওই ঘটনা নিয়ে কেউ আমায় তথ্য দেননি। এনআইএ-র আধিকারিকরা কী সিদ্ধান্ত নিল তা কেউ জানে না। যদি আমাদের স্পেশাল অপারেশন গ্রুপ এই মামলা হাতে নিত তবে আমরা দুষ্কৃতীদের শাস্তির ব্যবস্থা করতাম।“

Latest article