তৃণমূল কাউন্সিলর রামপেয়ারি রামের প্রয়াণে শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

Must read

প্রয়াত হয়েছেন কলকাতা পুরসভার কাউন্সিলর তথা প্রবীণ তৃণমূল নেতা রামপেয়ারি রাম। রবিবার সকাল ১১টা ৭ মিনিট নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ। দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। তিনি বেশ কয়েকদিন ধরেই কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। কিন্তু শেষমেশ জীবনযুদ্ধে হার মানেন। রামপেয়ারি রামের (Ram Pyare Ram) প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজের এক্স হ্যন্ডেলে মুখ্যমন্ত্রী লিখেছেন, “তৃণমূল কংগ্রেসের একজন প্রবীণ নেতা, এবং কেএমসির একজন সিনিয়র কাউন্সিলর এবং প্রাক্তন বিধায়ক রামপেয়ারি রামের (Ram Pyare Ram) মৃত্যুতে শোকাহত। রাম সারা জীবন নিজেকে মানুষের সেবায় উৎসর্গ করেছিলেন। তার পরিবার, বন্ধু ও সমর্থকদের প্রতি সমবেদনা। তার আত্মার শান্তি কামনা করি।“

কলকাতা পুরসভার ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন রামপেয়ারি রাম। একটানা ১১ বার কাউন্সিলর নির্বাচিত হন তিনি। রাজ্যের সরকার বদলের পর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন তিনি। ২০১১ সাল পর্যন্ত টানা ৬ বার বিধায়কও হয়েছিলেন। প্রথমে কবিতীর্থ ও পরে বন্দর এলাকার বিধায়ক হন তিনি। রামপেয়ারির মৃত্যুতে শোকের ছায়া নেমেছে রাজনৈতিক মহলে। আজ, সোমবার শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর।

আরও পড়ুন- দর্জি কানাইয়ালালের খুনিরা বিজেপির যঙ্গে যুক্ত! বিস্ফোরক রাজস্থানের মুখ্যমন্ত্রী

Latest article