তিনবার পেনাল্টির দাবি নাকচ, ক্ষোভ রোনাল্ডোর

Must read

রিয়াধ, ২৩ অগাস্ট : সৌদি প্রো-লিগে টানা দুই ম্যাচ হেরে চাপে ছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) আল নাসের। সেই চাপ কাটানোর লক্ষ্যেই এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফে সংযুক্ত আরব আমিরশাহীর ক্লাব শাবাব আল আহলির বিরুদ্ধে খেলতে নেমেছিলেন রোনাল্ডোরা। শেষ পর্যন্ত ৪-২ গোলে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে আল নাসের। গোল না পেয়ে হতাশ রোনাল্ডো ম্যাচ চলাকালীন মেজাজ হারান রেফারির সিদ্ধান্তে। তিনটি পেনাল্টির আবেদন খারিজ হওয়ায় রেফারির দিকে তেড়ে গিয়ে ক্ষোভ উগরে দেন তিনি।
শুরুতে এগিয়ে গিয়েও ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত ১-২ ব্যবধানে পিছিয়ে ছিল আল নাসের। ৮৮ মিনিটে খেলায় সমতা ফেরানোর পর সংযুক্ত সময়ে আরও দু’গোল করে তারা। যা শেষ পর্যন্ত দারুণ জয় এনে দিয়েছে রোনাল্ডোদের (Cristiano Ronaldo)। আল নাসেরের হয়ে জোড়া গোল করেন তালিসকা। বাকি দু’টি গোল সুলতান ঘানম ও ব্রোজোভিচের।
খেলার প্রথমার্ধে সিআর সেভেনের পায়ের জাদুতে একাধিকবার এগিয়ে যাওয়ার পরিস্থিতি তৈরি করেছিল আল নাসের। কিন্তু শেষ বাধা অতিক্রম করতে পারেনি তারা। তার মধ্যেই অন্তত তিনটি পেনাল্টির আবেদন নাকচ করেন রেফারি। বিরতির পর মাঠ ছেড়ে যাওয়ার সময় রেফারি ও সহকারী রেফারির দিকে ইঙ্গিত করে ক্ষোভ প্রকাশ করেন রোনাল্ডো। ম্যাচ অফিসিয়ালদের জেগে ওঠার বার্তা দেন পর্তুগিজ তারকা। টাচলাইনের ধারে একজনকে ধাক্কা দিতেও দেখা যায় রোনাল্ডোকে।

আরও পড়ুন- ফিটনেসই চিন্তা জুয়ানের, সাদিকুদের মাথায় মুম্বই

Latest article