ফিটনেসই চিন্তা জুয়ানের, সাদিকুদের মাথায় মুম্বই

রবিবার পরীক্ষা ডুরান্ডে

Must read

প্রতিবেদন : ঢাকা আবাহনীর বিরুদ্ধে পিছিয়ে পড়েও জয় তুলে নিয়ে এএফসি কাপের গ্রুপ পর্বে খেলা নিশ্চিত করেছে মোহনবাগান (Mohun Bagan)। বৃহস্পতিবার এএফসি কাপের ড্র। মূলপর্বের সূচি জানা যাবে। তার আগে ডুরান্ড কাপের নক আউট পর্বের ম্যাচ খেলতে হবে জেসন কামিন্স, আর্মান্দো সাদিকুদের। রবিবার শক্তিশালী মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল ম্যাচ মোহনবাগানের। তার প্রস্তুতি শুক্রবার শুরু করবে দল।
আবাহনীর বিরুদ্ধে জিতলেও ফুটবলারদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট নন মোহনবাগান (Mohun Bagan) কোচ। জুয়ান ফেরান্দো ম্যাচের পর জানিয়েছেন, দলের ফিটনেস ৫০ শতাংশও নয়।
মরশুম সবে শুরু হয়েছে। সিনিয়র দলের ফুটবলাররা একসঙ্গে বেশিদিন অনুশীলনের সুযোগ পায়নি। স্প্যানিশ সেন্টার ব্যাক হেক্টর য়ুস্তে মাত্র একদিন অনুশীলন করেই আবাহনীর বিরুদ্ধে ম্যাচ খেলতে নেমে যান। কারণ, ব্রেন্ডন হ্যামিল ফিট ছিলেন না। বাকি দেশি-বিদেশি ফুটবলাররাও ফিটনেসের চূড়ান্ত জায়গায় নেই। ফলে পারফরম্যান্সেও তার প্রভাব পড়ছে। জুয়ান বলেছেন, লম্বা মরশুম সবে শুরু হয়েছে। আবাহনী ভাল দল। ম্যাচ জেতার পাশাপাশি আমি বেশি খুশি, কেউ ম্যাচে চোট পায়নি। মরশুম যত এগোবে, ছেলেরা নিজেদের সেরা জায়গায় নিয়ে যাবে।

আরও পড়ুন-মহামেডান জিতল

এএফসি ভুলে এবার ডুরান্ডে মুম্বই ম্যাচ নিয়ে ভাবতে হবে জুয়ানকে। রবিবারের ম্যাচ খুব কঠিন হতে যাচ্ছে। মুম্বই এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। ডুরান্ডে তারা পূর্ণ শক্তির দল নিয়েই এসেছে। ফলে দুই হেভিওয়েট দলের লড়াই খুব আকর্ষণীয় হতে যাচ্ছে। আবাহনী ম্যাচে গোল করে ইউরো খেলা আলবেনীয় স্ট্রাইকার সাদিকু বলেছেন, জয়ের আনন্দটা সতীর্থদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। ডুরান্ড কাপে এবার মুম্বই সিটি বিরুদ্ধে আমাদের খেলতে হবে। জানি ওরা আইএসএলের অন্যতম শক্তিশালী দল। তাই আমাদের দল হিসেবে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করতে হবে। অন্যদিকে, আবাহনীর বিরুদ্ধে পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরানো কামিন্স বলেন, ভারতে নতুন পরিবেশে প্রথম খেলছি। যত সময় যাবে পরিস্থিতির সঙ্গে ভালভাবে মানিয়ে নেব। তবে নিজের সেরাটা দেওয়ার খুব কাছেই আছি। সমর্থকদের বলছি, আপনারা একটু অপেক্ষা করুন।

Latest article