মিজোরামে সেতু দুর্ঘটনায় মৃত শ্রমিকদের বাড়িতে গেলেন প্রশাসনের প্রতিনিধিরা

শোকার্ত পরিবারের পাশে তৃণমূল

Must read

প্রতিবেদন : মিজোরামের রেলসেতু (Mizoram Bridge Collapse) দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু শ্রমিক। দুর্ঘটনার পরই মালদহের ইংরেজবাজার ও রতুয়ার মৃত শ্রমিকদের বাড়িতে যান তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শোকার্ত পরিবারের পাশে দাঁড়ান তাঁরা। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির পক্ষ থেকেও থেকে রতুয়া ২ নং ব্লকে, মিজোরাম (Mizoram Bridge Collapse) রাজ্যের আইজলের সাইরান এলাকার নির্মীয়মাণ রেল ব্রিজের এক মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবার পরিজনদের সঙ্গে দেখা করলেন জেলা আইএনটিটিইউসির সভাপতি শুভদীপ সান্যালের নেতৃত্বাধীন এক প্রতিনিধি দল। শোকার্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তাঁরা। পাশে থাকার আশ্বাস দেন। উল্লেখ্য, সম্প্রতি মালদহের রতুয়ার পুখুরিয়ার থানার থেকে বেশ কয়েকজন শ্রমিক কাজ করতে গিয়েছিলেন মিজোরামে। রেলের ওই ব্রিজেই কাজ করছিলেন তাঁরা। তাঁদের মধ্যে বেশিরভাগেরই এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। এদিন মালদহে দুর্ঘটনার খবর পৌঁছতেই পুখুরিয়া থানা এলাকায় যান অতিরিক্ত জেলাশাসক। কান্নায় ভেঙে পড়ে মৃত শ্রমিকদের পরিবার। তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব মৃত পরিযায়ী শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করেন। বিধানসভার অধিবেশনে যোগ দিতে কলকাতায় রয়েছেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং বিধায়ক তথা মালদহ জেলা সভাপতি খবর আবদুর রহিম বক্সি। তাঁরা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। জানিয়েছেন, আজ, বৃহস্পতিবার মালদহে ফিরেই শোকার্ত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন। এদিন ইংরেজবাজার ব্লকের বিনোদপুরে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন ইংরেজবাজার ব্লকের বিডিও সৌগত চৌধুরী, আইসি আশিস দাস, তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ সদস্য জুয়েল রহমান সিদ্দিকি।

আরও পড়ুন- রাজ্য বিদ্যুৎ পর্ষদের এলাকায় এখনই চালু হচ্ছে না মাসিক বিলের ব্যবস্থা, জানালেন বিদ্যুৎমন্ত্রী

Latest article