স্কুলে বাজ পড়ে আহত ৬ পড়ুয়া-সহ এক কর্মী

Must read

সংবাদদাতা, দুর্গাপুর : বুধবার জামগড়া প্রাথমিক বিদ্যালয় চত্বরে বাজ পড়ে আহত হল ৬ পড়ুয়া-সহ মিড ডে মিলের একজন রাঁধুনি। চিকিৎসার জন্য তাদের নিয়ে যাওয়া হয় লাউদোহা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে। বুধবার অন্যান্য দিনের মতোই জামগড়া প্রাইমারি স্কুলে পড়ুয়াদের ক্লাস নিচ্ছিলেন শিক্ষকরা। বাইরে পড়ছিল বৃষ্টি। বেলা সাড়ে বারোটা নাগাদ আচমকাই সশব্দে বাজ পড়ে স্কুল চত্বরে। তাতে জখম হয় ৬ পড়ুয়া। সেই সঙ্গে স্কুলের মিড ডে মিলে রান্নার এক মহিলা কর্মীও আহত হন। স্কুল চত্বরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়। খবর পেয়েই শিক্ষকদের পাশাপাশি স্থানীয় মানুষজনও স্কুলে দৌড়ে আসেন। আহত পড়ুয়াদের চিকিৎসার জন্য লাউদোহা ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে আসেন তৃণমূলের দুর্গাপুর (Durgapur) ফরিদপুর ব্লক সভাপতি ও পশ্চিম বর্ধমান জেলা পরিষদ সদস্য সুজিত মুখোপাধ্যায়-সহ অন্যরা। স্কুলের প্রধান শিক্ষক উজ্জ্বল ঘোষ জানান, ‘‘বাজ পড়ে আহত হয়েছে তৃষা বাউরি, প্রিয়া বাউরি, ইশিকা বাউরি, সমীর বাউরি, রমা বাগদি, কোয়েল বাদ্যকর নামে ৬ পড়ুয়া ও চন্দনা বাদ্যকর নামে একজন রাঁধুনি। একজন পড়ুয়ার পায়ে আঘাত লাগে। দু’জন সাময়িক জ্ঞান হারায়। শ্বাসকষ্টের জন্য এক পড়ুয়াকে অক্সিজেন দিতে হয়। আপাতত সবাই সুস্থ আছে।’’

আরও পড়ুন- মিজোরামে সেতু দুর্ঘটনায় মৃত শ্রমিকদের বাড়িতে গেলেন প্রশাসনের প্রতিনিধিরা

Latest article