কুসংস্কারের নজির: সাপে কাটা শিশুকে ভাসানো হল নদীতে

Must read

সংবাদদাতা, কাকদ্বীপ : আধুনিক যুগে এখনও গ্রামবাংলার মানুষের মন থেকে কুসংস্কার দূর হয়নি। একবিংশ শতকে প্রযুক্তির চূড়ান্ত উন্নতির যুগেও সাপে কাটা রোগীর প্রাণ ফেরাতে মনসার কৃপালাভে সাপের কামড়ে মৃত এক নাবালকের দেহ সৎকার না করে ফুল দিয়ে সাজানো কলার ভেলায় করে ভাসিয়ে দেওয়া হল নদীর জলে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে কাকদ্বীপের (Kakdwip) হারউড পয়েন্ট কোস্টাল থানার অন্তর্গত প্রসাদপুরে। এলাকার বাসিন্দা লক্ষ্মণ দাসের ছেলে ৫ বছরের তুষার দাসকে মঙ্গলবার সকালে বাড়িতে খেলার সময় বিষাক্ত সাপে কামড়ায়। পরিবারের লোকজন তাকে কাকদ্বীপ (Kakdwip) সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় তার। এরপর মৃত ছেলের জীবন ফিরে পাওয়ার আশায় পৌরাণিক কাহিনি অনুযায়ী সুসজ্জিত কলার ভেলায় করে মুড়িগঙ্গা নদীতে ভাসিয়ে দেওয়া হল তার দেহ। বুধবার মুড়িগঙ্গা নদীতে ভেলা দেখতে যান গ্রামবাসীরা। খবর যায় কোস্টাল থানায়। পুলিশ এসে ভেলা ও মৃতদেহ উদ্ধার করে। মৃত তুষারের কাকা বিভীষণ দাস বলেন, মঙ্গলবার সাপের কামড়ে মৃত্যু হয় তুষারের। প্রাণ ফিরে পাওয়ার আশায় পরিবারের লোকজন কলার ভেলায় করে তার মৃতদেহ ভাসিয়ে দেয় মুড়িগঙ্গা নদীতে। এটা কুসংস্কার হলেও মৃত বাচ্চাকে বাঁচাতে কুসংস্কারের আশ্রয় নিতে হয়েছে আমাদের। এ বিষয়ে এক গ্রামবাসী বলেন, আজ সকালে হঠাৎই নদীতে একটি ভেলা দেখে কৌতূহলবশত সেটি দেখতে চাই আমরা। তারপর পুলিশ এসে সেগুলি নদী থেকে তুলে নিয়ে যায়।

আরও পড়ুন- মিজোরামে সেতু দুর্ঘটনায় মৃত শ্রমিকদের বাড়িতে গেলেন প্রশাসনের প্রতিনিধিরা

Latest article