মহামেডান জিতল

মহামেডান ৪ টালিগঞ্জ ০

Must read

প্রতিবেদন : ম্যাচের আগের রাতেই কোচ মেহরাজউদ্দিন ওয়াডুকে ছাঁটাই করেছিল মহামেডান কর্তারা। মাঠে অবশ্য তার কোনও প্রভাব পড়তে দেননি ফুটবলাররা। অভিজিৎ সরকার, অভিষেক হালদারের মতো বাঙালি ফুটবলারদের দাপটে বুধবার নৈহাটি স্টেডিয়ামে টালিগঞ্জ অগ্রগামীকে ৪-০ গোলে হারিয়ে কলকাতা লিগে সপ্তম জয় তুলে নিল মহামেডান (Mohammedan- Tollygunge Agragami)। এই জয়ের ফলে ৮ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ‘এ’ গ্রুপে দ্বিতীয় স্থানে উঠল সাদা-কালো ব্রিগেড।
মহামেডানের (Mohammedan- Tollygunge Agragami) জয়ে আরও চাপে পড়ে গেল মোহনবাগান। তারা নেমে গেল চার নম্বরে। সুপার সিক্সে এই গ্রুপ থেকে তিনটি দল উঠবে। মহামেডানের এখনও চারটি ম্যাচ বাকি। মোহনবাগানের বাকি দু’টি ম্যাচই খুব কঠিন। কালীঘাট মিলন সঙ্ঘও ২১ পয়েন্ট নিয়ে সুপার সিক্সে ওঠার লড়াইয়ে ভাল জায়গায়। তাদেরও বাকি দু’টি ম্যাচ। ফলে গ্রুপ ‘এ’-র লড়াই জমে গিয়েছে।
এদিন নৈহাটি স্টেডিয়ামে শুরু থেকে আধিপত্য বজায় রেখে টালিগঞ্জকে উড়িয়ে দিল মহামেডান। দুই অর্ধে দু’টি করে গোল হয়। অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপ খেলা অভিজিৎ জোড়া গোল করেন। বাকি দু’টি গোল অভিষেক হালদার ও গণেশ বেসরার। কার্ড সমস্যায় এদিন খেলতে পারেননি গোল মেশিন ডেভিড লালহানসঙ্গা। তাঁর জায়গায় খেলে গোল করেন গণেশ।
আন্দ্রে চেরনিশভকে ফিরিয়ে এনে ট্রফি জিততে চাইছে মহামেডান ম্যানেজমেন্ট। রাশিয়ান কোচের অধীনে গত দু’বার কলকাতা লিগে চ্যাম্পিয়ন হয়েছে মহামেডান। তাছাড়া ২০২১-২২ মরশুমে ডুরান্ড কাপ এবং আই লিগে রানার্সও হয়েছে তারা। দ্রুত কলকাতায় আসার ভিসা হাতে পেয়ে যাবেন চেরনিশভ।

আরও পড়ুন-চাঁদের মাটি ছুঁল চন্দ্রযান-৩: সফল অবতরণ বিক্রমের, চতুর্থ স্থানে ভারত

Latest article