পানীয় জলের অপচয় রুখতে নয়া আইন আনতে চলেছে রাজ্য

Must read

রাজ্যের বহু বাড়িতেই এখন পানীয় জলের (Drinking Water) সংযোগ দেওয়া হয়েছে। কিন্তু অনেকেই তা অপচয় করছেন। এবং জল চুরি হচ্ছে। এবার পানীয় জলের অপচয় রুখতে এবং জল চুরি ঠেকাতে নয়া আইন আনতে চলেছে রাজ্য সরকার। বুধবার বিধানসভায় এমনটাই জানিয়েছেন জনস্বাস্থ্য ও কারিগরি দফতরের মন্ত্রী পুলক রায় (Pulak Roy)।

প্রশ্নোত্তর পর্বে বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বলেন, রাজ্য সরকার বাড়ি বাড়ি পানীয় জলের সংযোগ পৌঁছে দিলেও সাধারণ মানুষ জল পাচ্ছেন না৷ মাঝ পথেই বেআইনিভাবে পাম্প লাগিয়ে বিনা অনুমতিতে জল টেনে নেওয়া হচ্ছে। এর ফলে যাদের কাছে যতটা জল পৌঁছানোর দরকার তা কোনোভেবেই পৌঁছাচ্ছে না। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে জল চুরির অভিযোগ আসছে। কিন্তু এব্যাপারে সুনির্দিষ্ট আইন না থাকায় অভিযুক্তদের বিরুদ্ধে কোনরকম ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। ঠিক এই কারণে এ বার জলচুরি রুখতে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার৷

আরও পড়ুন- রাজ্য বিদ্যুৎ পর্ষদের এলাকায় এখনই চালু হচ্ছে না মাসিক বিলের ব্যবস্থা, জানালেন বিদ্যুৎমন্ত্রী

পুলক রায় আরও জানান, মানুষকে পানীয় জল (Drinking Water) দিতে বন্ধ পরিকর রাজ্য সরকার। আগামী দিনে মানুষ শুধুমাত্র পানীয় হিসেবে যাতে জল ব্যবহার করতে পারে, সেই জল যাতে অন্য কোনও কাজে ব্যবহার না হয় তাও দেখা হবে বলে জানিয়েছেন মন্ত্রী। জল চুরি রুখতে জনপ্রতিনিধি ও পঞ্চায়েতকে সচেতনতা শিবির করারও তিনি অনুরোধ জানান তৃণমূল বিধায়ক। এই মুহূর্তে রাজ্যে মোট ৬২ লক্ষ ৮২ হাজার ২৮১টি বাড়িতে জলের সংযোগ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী পুলক রায়৷ তাঁর সংযোজন, ২০২৫ সালের মার্চ মাসের মধ্যে সব বাড়িতেই জলের সংযোগ দেওয়া হবে৷

মন্ত্রীর কথায়, “রাজ্যের গ্রামীণ অঞ্চলে জল সংযোগের নিরিখে পশ্চিমবঙ্গ ভারতের মধ্যে শীর্ষস্থানে রয়েছে।“ তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ রাজ্যের প্রতিটি পরিবারে পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন। সেই কারণে অগাস্ট মাসের শুরু থেকে এখনও পর্যন্ত মোট ১ লক্ষ ১০ হাজার জল-সংযোগ দেওয়া সম্ভব হয়েছে। যা গোটা দেশের মধ্যে সর্বাধিক।’’

Latest article