আজ থেকে আশঙ্কা ঝড়-বৃষ্টির

দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমানে দমকা হাওয়া বইতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে।

Must read

প্রতিবেদন : গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং পার্শ্ববর্তী অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩.১ কিলোমিটার উপরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ফলে, বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বাতাস প্রবেশ করছে রাজ্যে। যার জেরে আজ থেকে তুমুল ঝড়বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণের সব জেলাতে। ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন-সিঙ্গাপুরে একসপ্তাহে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ 

দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমানে দমকা হাওয়া বইতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। এই পরিস্থিতি চলবে বুধবার পর্যন্ত। উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা। ২৩ মে-র মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন আন্দামান সাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। সেই নিম্নচাপ উত্তর এবং উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এবং শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়েও পরিণত হতে পারে। এদিকে রবিবারই আন্দামানে ঢুকেছে বর্ষা।

Latest article