রাজ্যের বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণবঙ্গের উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, হুগলি ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে মাঝারি বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুন-আপ নেতার সঙ্গে জুটি বাঁধছেন পরিণীতি
শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলার কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। ঝোড়ো হাওয়ার বেগ বাড়তে পারে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে ।