প্রতিবেদন : রেলে যাত্রী সুরক্ষার বালাই নেই। রেলমন্ত্রকের গাফিলতি পরতে পরতে নজরে আসছে। এরই মধ্যে কোটি কোটি টাকার টিকিট নষ্ট করেছে রেল। এক মাসেই রেলের ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে কোটি টাকা। সামগ্রিকভাবে ধরলে তা বেশ কয়েক কোটি হবে। কিন্তু কোনও ভ্রুক্ষেপ নেই রেলমন্ত্রকের।
শুধু এক মাসে ২০ হাজারেরও বেশি টিকিট বাতিল করেছে রেল। তার ফলে ডিসেম্বর মাসেই ভারতীয় রেলের ক্ষতি হয়েছে কোটি কোটি টাকা।
আরও পড়ুন-লক্ষ্যে পৌঁছল ইসরোর আদিত্য
এ মাসে আরও ক্ষতির সম্ভাবনা। আর এই আশঙ্কার কারণ, নতুন বছরের প্রথম মাসেই রেলের শুধু একটি শাখা থেকে বাতিল হয়ে গিয়েছে হাজার হাজার টিকিট। এখন ভ্রমণের মরশুম। শীতের আমেজ গায়ে মেখে বেশিরভাগ পর্যটক ঘুরতে বেরোন দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে। ভরা মরশুমে এই টিকিট বাতিল রেলকে ফের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। রেল সবথেকে বেশি ক্ষতির মুখে পড়েছে উত্তর ভারতে। এই সময়ে প্রতি বছরই কুয়াশার কারণে উত্তর ভারতে ব্যাহত হয় ট্রেন চলাচল। আর পর্যটকরা বরফে ঘেরা হিমালয়কে চাক্ষুষ করতে উত্তর ভারতকেই বেছে নেন প্রথম পছন্দ হিসেবে। কিন্তু ব্যাহত রেল পরিষেবায় তাঁরা বাধ্য হন টিকিট বাতিল করতে। ফলে নভেম্বর থেকে ফেব্রুয়ারি প্রবল ক্ষতির মুখে পড়ে রেল। রেলের পরিষেবায় বিঘ্ন ঘটার কারণে অনেকেই ভ্রমণের পরিকল্পনা বাতিল করে দিয়েছেন। ফলে ডিসেম্বর মাসে প্রায় ২০ হাজার সংরক্ষিত টিকিট বাতিল হয়েছে। শুধু মোরাদাবাদ ডিভিশনেই এই পরিমাণ রিজার্ভ টিকিট বাতিল হয়েছে। বাতিল টিকিটের জন্য ১.২২ কোটি টাকা ক্ষতি হয়েছে। এই ধারা বজায় রয়েছে জানুয়ারিতেও। তারপর অন্যান্য ডিভিশনেও টিকিট বাতিলে ক্ষতির মুখে পড়তে হয়েছে রেলকে। সব মিলিয়ে রেলের ক্ষতির পরিমাণে চোখ কপালে উঠবে।