লক্ষ্যে পৌঁছল ইসরোর আদিত্য

এর আগে এই অরবিটে মহাকাশযান পাঠানোর স্বীকৃতি একমাত্র আমেরিকার রয়েছে। সেদিক থেকেও ভারতের অবস্থান গোটা বিশ্ব দ্বিতীয়স্থানে।

Must read

প্রতিবেদন : প্রায় ১২৭ দিনের অপেক্ষা। শনিবারই ল্যাগরেঞ্জ পয়েন্টের (এল-১) হ্যালো অরবিটে প্রবেশ করল আদিত্য এল-১। শনিবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই সুসংবাদ জানায় ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। উল্লেখযোগ্য মাইলফলক রচিত হল ভারতের মহাকাশবিজ্ঞান সংক্রান্ত গবেষণায়। ইসরোর কৃতিত্বে প্রথমবারের চেষ্টায় কোনও দেশ তাদের মহাকাশযান এল-১ পয়েন্টে পাঠাল।

আরও পড়ুন-রাজনৈতিক বিপ্লবীদের তৃণমূলের তো.প, কালো ইতিহাসের কথা এত দ্রুত ভুলতে দেব না

এর আগে এই অরবিটে মহাকাশযান পাঠানোর স্বীকৃতি একমাত্র আমেরিকার রয়েছে। সেদিক থেকেও ভারতের অবস্থান গোটা বিশ্ব দ্বিতীয়স্থানে। ২০২৩ সালে চন্দ্রযানের সাফল্য নতুনভাবে উজ্জীবিত করেছে ভারতের মহাকাশ গবেষণাকে। ২০২৪ এর শুরুতেই নতুন দিগন্ত খুলে গেল ভারতের গবেষণায়। এই হ্যালো কক্ষপথে আদিত্য প্রায় ৫ বছর ধরে থাকবে এবং সংগ্রহ করবে সূর্য সম্পর্কে প্রয়োজনীয় অজানা তথ্য। যা পরবর্তীকালে গবেষণায় নতুন রসদ জোগাবে। আপাতত পৃথিবীর মাটি থেকে প্রায় ১৫ লক্ষ কিমি দূরে ল্যাগরেঞ্জ পয়েন্টে থাকবে আদিত্য।

Latest article