সংবাদদাতা, আলিপুরদুয়ার : জন্মদিনের প্রস্তুতি চলছিল জোরকদমে। আয়োজনও হয়ে গিয়েছিল। কিন্তু আচমকা থেমে গেল সবই। সবচেয়ে বেশি বছর বাঁচার রেকর্ড গড়ার ক্ষেত্রে আর মাত্র ৪০ দিন বাকি ছিল তার। তাহলেই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের খাতায় নাম উঠত দক্ষিণ খয়েরবাড়ির একমাত্র রয়্যাল বেঙ্গল টাইগারের। কিন্তু তার আগেই রবিবার রাত ২টোয় মৃত্যু হল।
আরও পড়ুন-সাইকেলে কোচবিহার থেকে ধর্মতলা ১০ পড়ুয়া
রাজত্ব ছেড়ে বিদায় নিল রাজা। জলদাপাড়ার ব্যাঘ্র পুনর্বাসন কেন্দ্রে মৃত্যু হয় তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬ বছর ১০ মাস ২০ দিন। গত বছরই মহাধুমধামে রাজার ২৫ তম জন্মদিন পালন করেছিল বন দফতর। আগামী ২৩ অগাস্ট রাজার ২৬ তম জন্মদিন পালনের প্রস্তুতি শুরু করেছিল বন দফতর। বন দফতরের চিকিৎসক উৎপল শর্মা জানান, বার্ধক্যজনিত কারণে রাজা কয়েকদিন ধরে খাওয়া ছেড়ে দিয়েছিল। রাজাকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান আলিপুরদুয়ারের জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, জাতীয় উদ্যানের বন আধিকারিক দীপক এম। সুন্দরবনের মাতলা নদী পেরোতে গিয়ে রাজার পেছনের বাঁ পা খুবলে নিয়েছিল কুমির। তারপরই তাকে খয়েরবাড়িতে আনা হয়।