ব্রাত্যর নতুন নাট্য সংকলন

নাট্য সংকলনটির প্রকাশক দীপ প্রকাশন। দীর্ঘদিনের বন্ধু সাংবাদিক-লেখক কুণাল ঘোষকে বইটি উৎসর্গ করলেন নাট্যকার-লেখক-অভিনেতা ব্রাত্য বসু।

Must read

প্রতিবেদন : আত্মপ্রকাশ বহু প্রত্যাশিত লেখনীর। বলা যেতে পারে অত্যন্ত সময়োচিত এবং প্রাসঙ্গিক উপস্থাপনা। ‘রোল অ্যাকশন কাট এবং অন্যান্য’— ব্রাত্য বসুর নতুন বই কফি হাউস বইবাজারে আত্মপ্রকাশ করল তাঁরই হাত ধরে। সোমবার নাট্য-সৃজনশীলতার এক নতুন দিগন্তের সাক্ষী হয়ে রইলেন ব্যতিক্রমী প্রতিভা ব্রাত্যর গুণগ্রাহীরা।

আরও পড়ুন-বিশ্বরেকর্ড অধরা, রাজত্ব ছেড়ে বিদায় বনের রাজার

নাট্য সংকলনটির প্রকাশক দীপ প্রকাশন। দীর্ঘদিনের বন্ধু সাংবাদিক-লেখক কুণাল ঘোষকে বইটি উৎসর্গ করলেন নাট্যকার-লেখক-অভিনেতা ব্রাত্য বসু। ব্রাত্যকে কৃতজ্ঞতা জানালেন কুণাল। তাঁর কথায়, নাট্যভাবনা থেকে পরিচালনা, অভিনয় এবং নাট্য আন্দোলনের নেতৃত্ব দেওয়া এক উচ্চতাসম্পন্ন মানুষ ব্রাত্য বসু। তাঁর নাটক কোনও তাৎক্ষণিক বিনোদনের বিষয় নয়, গবেষণালব্ধ সময়ের দলিল। দীপ প্রকাশনের শঙ্কর মণ্ডল এবং দীপ্তাংশু মণ্ডলের সহায়তায় আয়োজিত এই বইবাজারের নাম রাখা হয়েছে ‘বর্ষামঙ্গল বই মহোৎসব’। চলবে ১৮ জুলাই সন্ধে ৭টা পর্যন্ত। ২৫ থেকে ৫০ শতাংশ ছাড় পাওয়া যাবে এই অভিনব ক্ষুদ্র বইমেলায়

Latest article