আদালতে চার্জশিট পেশ

গত ১৮ ফেব্রুয়ারি রাতে হাওড়ার আমতায় নিজের বাড়িতে রহস্যজনকভাবে মৃত্যু হয় আনিস খানের। তাঁর পরিবারের দাবি ছিল তাঁকে খুন করেছে পুলিশ।

Must read

প্রতিবেদন : খুন হননি আনিস খান। চার্জশিটে স্পষ্টভাবেই এ কথা জানিয়ে দিল বিশেষ তদন্তকারী দল ‘সিট’। খারিজ করা হল পরিবারের দাবি। চার্জশিটে বলা হয়েছে, আনিসের মৃত্যু হয়েছে উপর থেকেই পড়েই। সোমবার উলুবেড়িয়া আদালতে পেশ করা হয় চার্জশিট। তবে পুলিশের একাংশের গাফিলতির বিষয়টিও উঠে এসেছে সিট-এর তদন্তে। আমতা থানার সেই সময়ের ওসি দেবব্রত চক্রবর্তী, একজন এএসআই, একজন হোমগার্ড এবং দু’জন সিভিক ভলান্টিয়ারের নাম রয়েছে চার্জশিটে। লক্ষণীয়, সিবিআই তদন্তের আর্জি খারিজ করে হাইকোর্ট আস্থা রেখেছিল রাজ্য নিযুক্ত সিট-এর তদন্তেই।

আরও পড়ুন-ব্রাত্যর নতুন নাট্য সংকলন

গত ১৮ ফেব্রুয়ারি রাতে হাওড়ার আমতায় নিজের বাড়িতে রহস্যজনকভাবে মৃত্যু হয় আনিস খানের। তাঁর পরিবারের দাবি ছিল তাঁকে খুন করেছে পুলিশ। ঘটনার রহস্য উন্মোচনে রাজ্য তৈরি করেছিল বিশেষ তদন্তকারী দল বা সিট। কিন্তু সিবিআই তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় আনিসের পরিবার। হাইকোর্ট অবশ্য সেই আর্জি খারিজ করে দিয়ে আস্থা রেখেছিল রাজ্যের তৈরি সিট-এর উপরেই। নিরপেক্ষ তদন্ত চালিয়ে চার্জশিট পেশ করল সেই সিট। চার্জশিটে স্পষ্টই উল্লেখ করা হয়েছে, কর্নাটকের একটি স্পর্শকাতর বিষয় নিয়ে আনিস সোশ্যাল মিডিয়ায় এমন একটি আপত্তিকর পোস্ট করেছিলেন, যাতে বিঘ্নিত হতে পারত আইন-শৃঙ্খলা পরিস্থিতি। এই কারণেই পুলিশ তাঁর বাড়িতে গিয়েছিল। আশ্চর্যের বিষয়, প্রকৃত ঘটনাকে আড়াল করে আনিসের মৃত্যু নিয়ে নির্লজ্জ রাজনীতিতে নেমেছিল সিপিএম, কংগ্রেস এবং অন্য কয়েকটি দল। মানুষকে বিভ্রান্ত করে অশান্তির আগুন জ্বালাতে চেয়েছিল তারা। প্রশাসনের সময়মতো পদক্ষেপে তাদের এই অপচেষ্টা অবশ্য শেষপর্যন্ত সফল হয়নি।

Latest article