বনি ক্যাম্পে দেখা মিলল বাঘের

চাঁদের আলোয় তখন জ্বলজ্বল করছে সুন্দরবনের চারদিক। রায়দিঘি রেঞ্জের বনি ক্যাম্পের ওয়াচ টাওয়ারে উঠে পাহারা দিচ্ছেন বন দফতরের রক্ষী-আধিকারিকরা

Must read

সংবাদদাতা, সুন্দরবন : চাঁদের আলোয় তখন জ্বলজ্বল করছে সুন্দরবনের চারদিক। রায়দিঘি রেঞ্জের বনি ক্যাম্পের ওয়াচ টাওয়ারে উঠে পাহারা দিচ্ছেন বন দফতরের রক্ষী-আধিকারিকরা। সেই সময় আচমকাই জঙ্গল থেকে মিষ্টি জলের খোঁজে বেরিয়ে আসে একটি রয়্যাল বেঙ্গল টাইগার। দূর থেকে সেই দৃশ্য দেখেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন দক্ষিণ ২৪ পরগনার বন বিভাগের অতিরিক্ত বনাধিকারিক। বাঘ গণনার জন্য জঙ্গলে লাগানো ক্যামেরায় বন্দি হয় সেই দৃশ্য।

আরও পড়ুন-টাকি রোডে দুর্ঘটনার কবলে বনমন্ত্রীর গাড়ি

দক্ষিণ ২৪ পরগনার বন দফতর জানিয়েছে, শনিবার একটি পূর্ণবয়স্ক বাঘকে প্রথমে বনি ক্যাম্পের একটি পুকুরপাড়ে ঘোরাফেরা করতে দেখা যায়। রাতে আবার একই জায়গায় বাঘের দেখা মিলেছে। একই বাঘ দুই সময় দেখা গিয়েছে না দুই সময়ে দেখা বাঘ দুটি আলাদা তা জানার চেষ্টা করা হচ্ছে। সুন্দরবনের পর্যটকদের কাছে বনি ক্যাম্প একটি আকর্ষণীয় জায়গা। প্রতিবছর এই ক্যাম্পে বহু মানুষ ঘুরতে আসেন। মাঝেমধ্যেই বাঘের দর্শন পান তাঁরা। এবার রাতের বেলায় বাঘের দর্শন বনি ক্যাম্পের আকর্ষণ পর্যটকদের কাছে অনেকটাই বাড়িয়ে দিল। উল্লেখ্য, সুন্দরবন ব্যাঘ্রপ্রকল্পে প্রায়শই বাঘের দেখা মিলছিল। কিন্তু বনি ক্যাম্পে বাঘের দর্শন পর্যটকদের বাড়তি পাওনা বলে মনে করছে বন দফতর।

Latest article