প্রতিবেদন : চলতি আইএসএলের ফাইনাল হতে চলেছে গোয়ায় পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে। লিগের খেতাবি লড়াই হবে ১৮ মার্চ। শনিবার। সোমবার সরকারিভাবে এই ঘোষণা করা হল। অনুশীলনের জন্য পর্যাপ্ত মাঠ ও উন্নত পরিকাঠামোর জন্যই ফাইনালের ভেন্যু হিসাবে বেছে নেওয়া হল গোয়াকে।
আরও পড়ুন-নারী-শিশু-সমাজকল্যাণ দফতরের প্রশংসনীয় উদ্যোগ, ৩ হাজার অঙ্গনওয়াড়ি সুপারভাইজার রাজ্যে
ফুটবলপ্রেমীরা ফাইনাল দেখার জন্য অনলাইন টিকিট বুক করতে পারবেন। ৫ মার্চ থেকে বুক মাই শো ডট কমে। ফাইনালকে ঘিরে গোয়ায় ওই সময় হবে এক ফুটবল কার্নিভাল। যাতে ফুটবলপ্রেমীরা সপরিবারে অংশ নিতে পারবেন এবং ফুটবলের যাবতীয় আনন্দ উপভোগ করতে পারবেন। শুধু গ্যালারিতে বসে ফাইনাল দেখা নয়, তার বাইরেও নানা রকমের বিনোদনের ব্যবস্থা থাকবে ফুটবলপ্রেমী ও তাদের পরিবারের জন্য। অথাৎ আইএসএল ফাইনাল দেখতে গিয়ে তারা গোয়ায় বাইরের পরিবেশও উপভোগ করতে পারবেন। এবারের লিগে রীতিমতো লড়াই জমেছিল। অবশেষে লিগ-শিল্ড জিতেছে মুম্বই। আইএসএলের প্লে-অফ শুরু হচ্ছে ৩ মার্চ থেকে। দুটি নক আউট, চারটি সেমিফাইনালের পরে ফাইনালের লড়াই হবে ১৮ মার্চ।