নারী-শিশু-সমাজকল্যাণ দফতরের প্রশংসনীয় উদ্যোগ, ৩ হাজার অঙ্গনওয়াড়ি সুপারভাইজার রাজ্যে

নারী ও শিশুদের পুষ্টি, সুস্বাস্থ্যের দিকে খেয়াল রেখে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে নানা পাঠ পড়ানো হয়। দীর্ঘদিন ধরে এই নিয়োগের দাবি নিয়ে আন্দোলন চলছিল

Must read

প্রতিবেদন : দীর্ঘ প্রায় ১৪ বছর পর রাজ্যের অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে সুপারভাইজার নিয়োগ করা হচ্ছে। খুব শীঘ্রই বিভিন্ন জেলায় প্রায় তিন হাজার নতুন অঙ্গনওয়াড়ি সুপারভাইজার কাজে যোগ দেবেন বলে রাজ্যের নারী-শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী শশী পাঁজা জানিয়েছেন। সোমবার বিধানসভায় তৃণমূল কংগ্রেস সদস্য মোশারফ হোসেনের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, অন্যান্য ক্ষেত্রের মতো আদালতে একাধিক মামলার কারণে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে কর্মী নিয়োগের প্রক্রিয়াও ব্যাহত হচ্ছে। ২০০৯ এর পর এই প্রথম অঙ্গনওয়াড়ি সুপারভাইজার নিয়োগ প্রক্রিয়া চলছে। পাবলিক সার্ভিস কমিশন ৩৩২৬ জনের চূড়ান্ত তালিকা পাঠিয়েছে। এর মধ্যে ২৯৩৬ জনের নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তাঁদের পুলিশ ভেরিফিকেশনের প্রক্রিয়া চলছে। খুব শীঘ্রই ওই প্রার্থীরা কাজে যোগ দেবেন।

আরও পড়ুন-পাট্টা দিচ্ছে রাজ্য, রেল দিচ্ছে না পুনর্বাসন

প্রসঙ্গত, ২০১৯ সালে আইসিডিএস-এর সুপারভাইজার নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করে পাবলিক সার্ভিস কমিশন। ২০২০ সালে প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়। ২০২১ সালে নেওয়া হয় লিখিত পরীক্ষা। গত বছর হয় ইন্টারভিউ। মোট তিনটি পর্বে এই প্রার্থীদের মূল্যায়ন করা হয় ।
অঙ্গনওয়াড়ি পরিষেবা প্রত্যন্ত এলাকাগুলিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন্দ্রের ইনটিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস বা আইসিডিএস-এর অঙ্গ এই অঙ্গনওয়াড়ি কর্মীরা। প্রত্যন্ত এলাকায় তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারী ও শিশুদের পুষ্টি, সুস্বাস্থ্যের দিকে খেয়াল রেখে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে নানা পাঠ পড়ানো হয়। দীর্ঘদিন ধরে এই নিয়োগের দাবি নিয়ে আন্দোলন চলছিল।

Latest article