রাম-বাম-কং হাত মিলিয়ে গোহারা হল তৃণমূলের কাছে

পঞ্চপল্লি কৃষি সমবায় ভোট

Must read

সংবাদদাতা, রামনগর : রামনগর বিধানসভার পালধুই অঞ্চলে পঞ্চপল্লি সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতির নির্বাচনে ফের জয়ী তৃণমূল কংগ্রেস (TMC)। এই সমিতিতে মোট ৫৬ আসনের নির্বাচনে ৪২টিতেই জয়ী হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। বিজেপি, কংগ্রেস ও বামেরা এক জোট হয়েও তৃণমূলকে হারাতে পারেনি। ফের তৃণমূল কংগ্রেসই (TMC) এই সমবায় সমিতির ভোটে জিতে নির্বাচিত হওয়ায় জয়ী প্রার্থী ও ভোটারদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরি, জেলা যুব তৃণমূল সভাপতি সুপ্রকাশ গিরি প্রমুখ। সমবায় সমিতির ফল ঘোষণার পর, জোড়া ফুল শিবিরের কর্মী-সমর্থকদের মধ্যে সবুজ আবির খেলা শুরু হয়ে যায়। উচ্ছ্বাসে ফেটে পড়েন তাঁরা। জয়ী তৃণমূল প্রার্থী বনবিহারী মাইতি বলেন, ‘‘এই জয় সহজ ছিল না। বিজেপি, কংগ্রেস ও সিপিএম যৌথভাবে আমাদের বিরুদ্ধে লড়াই করেছে ও ব্যাপক কুৎসা ছড়িয়েছে। কিন্তু ভোটাররা তৃণমূল কংগ্রেসকেই ভোট দিয়েছেন। পঞ্চায়েত নির্বাচনের আগে এই জয় এলাকায় দলকে রীতিমতো উদ্বুদ্ধ করবে।” এই সমিতির প্রাক্তন ডিরেক্টর তথা জোড়া ফুল শিবিরের অন্যতম সৈনিক সুজিতকুমার গিরি বলেন, ‘‘১৮ বছর ধরে এই সমবায়ের সঙ্গে যুক্ত রয়েছি। বিজেপির সমস্ত কুৎসা উড়িয়ে দিয়ে মানুষ এখানে তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছেন। আমরা আগামী দিন আমরা মানুষকে যথাযোগ্য পরিষেবা দিয়ে তাঁদের এই আস্থা ও ভরসার মর্যাদা দেব।”

আরও পড়ুন-নববর্ষে দুর্গাপুর পুলিশ ফাঁড়িতে আগুন, সকালে পুড়ে ছাই নথিপত্র

Latest article