বঙ্গ

সম্পত্তি বৃদ্ধির তালিকায় থাকা বিরোধীদের নাম প্রকাশ্যে আনল তৃণমূল কংগ্রেস

কলকাতা হাই কোর্ট (Calcutta High Court) নেতা-মন্ত্রীদের সম্পত্তি বৃদ্ধির মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে পার্টি করে। সোমবার, একটি জনস্বার্থ মামলার প্রেক্ষিতে এই নির্দেশ দেয় হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। কিন্তু সেখানে শুধু শাসকদলের নেতা-মন্ত্রীদের নামের তালিকা প্রকাশ করে বিরোধীরা। এবার সম্পূর্ণ তালিকা প্রকাশ করে তৃণমূল কংগ্রেস তাদের নিশানা করল। তালিকায় রয়েছে কংগ্রেস-সিপিআইএম (Congress-CPIM) নেতাদের নাম। ফিরহাদ হাকিম বলেন, অর্ধ সত্য প্রকাশ করা হচ্ছে।

আরও পড়ুন-বিজেপি-শাসিত হরিয়ানায় জাতীয় পতাকা কেনার নামে দরিদ্রদের লুট, নাহলে বন্ধ রেশন

বুধবার, বিধানসভায় সাংবাদিক বৈঠক করেন তৃণমূলের মন্ত্রীরা। ছিলেন ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, অরূপ রায়, মলয় ঘটক, জ্যোতিপ্রিয় মল্লিক, শিউলি সাহা। “নির্বাচনী হলফনামায় আয়-ব্যয়ের সব হিসাব দিয়েছি। আয়কর দফতর কোনও পদক্ষেপ করেনি। রোজগার করা, সম্পত্তি বাড়ানো অন্যায় নয়। এটা জনস্বার্থ মামলা নয়, রাজনৈতিক স্বার্থে করা মামলা”। তীব্র আক্রমণ করেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। এরপরেই তথ্য প্রকাশ করে বিস্ফোরণ ঘটনা তৃণমূল নেতৃত্ব। তাঁদের মতে, এটাই আদালতের দেওয়া তালিকা। সেই তালিকা পড়ে শোনা রাজ্যের আরেক মন্ত্রী ব্রাত্য বসু। সেখানে দেখা যায়, কংগ্রেস-সিপিআইএম নেতা, প্রাক্তন মন্ত্রীদের নাম রয়েছে তালিকায়।

আরও পড়ুন-বীরভূমে ১৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, আর্থিক সাহায্য ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের

সম্পত্তি বৃদ্ধির তালিকায় কোন, কোন সিপিএম-কংগ্রেস নেতার নাম?

অধীররঞ্জন চৌধুরী
সূর্যকান্ত মিশ্র
কান্তি গঙ্গোপাধ্যায়
অশোক ভট্টাচার্য
আবু হেনা
ধীরেন বাগদি
ফণীভূষণ মাহাত
রূপরানি মণ্ডল
তরুণকান্তি ঘোষ
চন্দন সাহা
মোহিত সেনগুপ্ত
নেপাল মাহাত

আরও পড়ুন-যাদবপুরে প্রবেশিকা পরীক্ষার সূচিতে বদল

তৃণমূলের দিকেই একতরফা কেন অভিযোগ তোলা হচ্ছে? প্রশ্ন তোলেন ফিরহাদ। তিনি বলেন, ‘অমিত শাহর ছেলে জয় শাহর সম্পত্তির পরিমাণ কত বেড়েছে! এমনকী, খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পত্তির পরিমাণ বেড়েছে বলে জানান ফিরহাদ।

ব্রাত্য বসু (Bratya Basu) বলেন, আদালতের রায় নিয়ে তাঁদের কোনও বক্তব্য নেই। আইন আইনের পথে চলবে। কিন্তু অর্ধ সত্য তালিকা প্রকাশ করে তৃণমূল নেতাদের আক্রমণ করছে সিপিএম-কংগ্রেস। এর তীব্র প্রতিবাদ করেন তৃণমূল নেতৃত্ব।

আরও পড়ুন-ফরাক্কায় ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র স্বাধীনতার ৭৫ বছর পর

ব্রাত্য বসু বলেন, ২০২১ সালে জেতা বিজেপি প্রার্থীদের সম্পত্তির দিকেও নজর থাকবে। তৃণমূলের দাবি, সম্পত্তি বৃদ্ধির তালিকায় ৪ বিজেপি নেতারও নামও রয়েছে।

সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির বিষয়ে ফিরহাদ বলেন, “পার্থ যা করেছেন, তাতে আমরা লজ্জিত। কিন্তু তার মানে এটা নয় যে, তৃণমূলের সবাই চোর।” এরপরেই বিরোধীদের বিরুদ্ধে তীব্র আক্রমণ করে আদালতের দেওয়া সম্পর্রণ তালিকা প্রকাশ করেন তৃণমূল নেতৃত্ব।

Jago Bangla

Recent Posts

জানুয়ারিতেই দ্বিতীয় দফায় ইন্টারভিউ, বিজ্ঞপ্তি পর্ষদের

প্রতিবেদন: ১৩,৪২১ শূন্যপদের জন্য দ্বিতীয় দফার ইন্টারভিউর দিন ঘোষণা করল প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal…

10 minutes ago

‘অনুমোদন’ পোর্টালের জাতীয় স্বীকৃতি, ডিজিটাল পরিকাঠামোয় পুরস্কৃত রাজ্য সরকার

রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…

30 minutes ago

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

2 hours ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

4 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

7 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

8 hours ago