সংবাদদাতা, মেমারি : কেন্দ্রের অমানবিক বিজেপি সরকার মানুষের ওপর দমনপীড়ন চালানোর জন্য তাদের আধার কার্ড বাতিল করে দিচ্ছে। সেই বঞ্চিত মানুষগুলোর পাশে মা মাটি মানুষের সরকার এবং তৃণমূল আছে। এটা জানিয়ে ইতিমধ্যেই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের তরফে ওঁদের আলাদাভাবে কার্ড দেওয়ার কথাও ঘোষণা করেছেন। পাশাপাশি আধার সংক্রান্ত যে কোনও অভিযোগ শুনতে পোর্টালও খোলা হবে বলে জানিয়েছেন।
আরও পড়ুন-হোঁচট খেল রিয়াল, ফের হার বায়ার্নের
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরে পূর্ব বর্ধমানের বিভিন্ন ব্লকে বঞ্চিত মানুষদের পাশে দাঁড়াতে বাড়িতে বাড়িতে পৌঁছে গেলেন তৃণমূল নেতা-কর্মীরা। মেমারির কেন্না, উদয়পল্লি, বিষ্ণুপুর ও মহেশডাঙা ক্যাম্প এলাকায় গত দুদিন ধরে প্রায় তিনশোর কাছাকাছি আধার বাতিলের চিঠি এসে পৌঁছেছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই এই সমস্ত এলাকায় পৌঁছন মেমারি ১ নম্বর ব্লক তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়। জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সমস্ত বঞ্চিত মানুষের পাশে তাঁরা দাঁড়াচ্ছেন। সাহায্যের আশ্বাস দিচ্ছেন।