হোঁচট খেল রিয়াল, ফের হার বায়ার্নের

কিন্তু ৩৮, ৪৪ ও ৭৮ মিনিটে পরপর গোল করে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বোখুম। ৮৭ মিনিটে হ্যারি কেনের গোলে ব্যবধান কমলেও, হার বাঁচাতে পারেনি বায়ার্ন।

Must read

মাদ্রিদ ও মিউনিখ, ১৯ ফেব্রুয়ারি : ম্যাচটা জিতলে, নিকটতম প্রতিদ্বন্দ্বী জিরোনার থেকে আট পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু রায়ো ভায়োকানোর কাছে ১-১ গোলে আটকে গেল রিয়াল মাদ্রিদ। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে লাল কার্ড দেখলেন রিয়ালের দানি কারভাহাল!

আরও পড়ুন-‘বেছে বেছে’ বাতিল আধার কার্ড! প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

অথচ অ্যাওয়ে ম্যাচের তিন মিনিটেই রিয়ালকে এগিয়ে দিয়েছিলেন জোসেলু। যদিও ২৭ মিনিটেই পেনাল্টি থেকে ১-১ করে দেন ভায়োকানোর স্ট্রাইকার রাউল ডি’টমাস। নিজেদের বক্সের মধ্যে হ্যান্ডবল করেছিলেন এডুয়ার্ডো কামাভিঙ্গা। তবে ড্র করলেও, ২৫ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে এখনও লা লিগার শীর্ষস্থান নিজেদের দখলে রেখেছে রিয়াল। ২৪ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জিরোনা।
এদিকে, বায়ার্ন মিউনিখের দুঃসময় অব্যাহত। বুন্দেশলিগায় বোখুমের কাছে ২-৩ গোলে হেরে গেল গতবারের চ্যাম্পিয়নরা। সব টুর্নামেন্ট মিলিয়ে বায়ার্নের এটি টানা তৃতীয় হার! লিগের খেতাব জয়ের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়ল বায়ার্ন। ২২ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দুইয়ে রয়েছে তারা। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে বেয়ার লেভারকুজেন। ম্যাচের ১৪ মিনিটে জামাল মুসিয়ালার গোলে বায়ার্ন এগিয়ে গিয়েছিল। কিন্তু ৩৮, ৪৪ ও ৭৮ মিনিটে পরপর গোল করে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় বোখুম। ৮৭ মিনিটে হ্যারি কেনের গোলে ব্যবধান কমলেও, হার বাঁচাতে পারেনি বায়ার্ন।

Latest article