বিরোধী শূন্য পুরবোর্ডই লক্ষ্য

Must read

আলিপুরদুয়ার: মুখ্যমন্ত্রী তাঁর প্রতিশ্রুতি রেখেছেন। সম্প্রতি পুরসভায় উন্নীত হয়েছে আলিপুরদুয়ার জেলার ফালাকাটা। আলিপুরদুয়ারের সদর মহকুমা শাসককে প্রশাসক করে শুরু হয়েছে পুরসভার কাজকর্ম। এই পুরসভার প্রথম নির্বাচনে জিততে এখন থেকেই কোমর বেঁধে প্রস্তুতি নিচ্ছে ফালাকাটা ব্লক তৃণমূল কংগ্রেস। ১৮ ওয়ার্ডের প্রতিটিতে ১১ জনের একটি করে কমিটি গড়া হয়েছে। কমিটির মাথায় থাকছেন দলের মূল সংগঠনের এক সদস্য। তাঁর সঙ্গে থাকছেন যুব তৃণমূল কংগ্রেস ও মহিলা সংগঠনের একজন করে সদস্য।

আরও পড়ুন- Tripura: এবার অভিষেক, ব্রাত্য সহ ৬ জনের বিরুদ্ধে মামলা, ‘ভয় পেয়েছে বিজেপি’ বললেন কুণাল

এঁরা নিজের নিজের ওয়ার্ডের প্রতিটি বাড়িতে গিয়ে সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধার কথা তুলে ধরছেন। বিশেষ করে ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পে কীভাবে মহিলারা আবেদন করবেন তা সবিস্তারে বলছেন। ওয়ার্ডের কী কী সমস্যা আছে বা কোন কাজকে বেশি গুরুত্ব দেওয়া উচিত সেই পরামর্শও নিচ্ছেন তাঁদের থেকে। নবগঠিত পুরসভা ইতিমধ্যেই শহরের জঞ্জাল পরিষ্কারের উদ্যোগ নিয়েছে। ফালাকাটা শ্মশানের বৈদ্যুতিন চুল্লিতে সাড়ে ৩ লক্ষ টাকা খরচ করে চিমনি লাগানোর কাজও শুরু হয়েছে।

আরও পড়ুন- অনেকটাই সুস্থ হয়ে উঠছেন সাধন পাণ্ডে, কথা বলছেন ইশারায়

তৃণমূল কংগ্রেসের ফালাকাটা ব্লক সভাপতি সুভাষ রায় বলেন, “মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতিমতো ফালাকাটাকে পুরসভা করেছেন। এবার আমাদের দায়িত্ব আগামী পুর নির্বাচনে তাঁকে বিরোধীশূন্য পুর বোর্ড উপহার দেওয়া।”

Latest article