সংবাদদাতা, পুরুলিয়া : একুশে জুলাইয়ের সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনায় মারা যান বিকাশ টুডু (Bikash Tudu)। তৃণমূল কংগ্রেস সব সময়েই কর্মীদের সুখদুঃখে পাশে থাকে। তাই ঘটনার পরই বিকাশের বাড়ি গিয়ে তাঁর (Bikash Tudu) পরিবারকে আর্থিক সহায়তা দিল দল। রবিবার সন্ধ্যায় বান্দোয়ান থানার ধডুংরি গ্রামে গিয়ে মৃতের পরিবারের হাতে তিন লক্ষ টাকার চেক তুলে দেন জেলা তৃণমূল সভাপতি সৌমেন বেলথরিয়া। ছিলেন দলের আইএনটিটিইউসি সভাপতি উজ্জ্বল কুমার, বান্দোয়ানের বিধায়ক রাজীবলোচন সরেন প্রমুখ। ২১ জুলাই ধর্মতলার সভাশেষে বাসে করে বান্দোয়ানে ফিরছিলেন তৃণমূল কংগ্রেসের একঝাঁক কর্মী-সমর্থক। খড়্গপুরের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই মারা যান বিকাশ (২৫)। আহত হন ৫২ জন। তাঁদের মেদিনীপুরে ভর্তি করা হয়। প্রথম থেকেই আহতদের পাশে রয়েছে দল। হাসপাতালে যান মানস ভুঁইয়া। এদিন সৌমেন বলেন, মুখ্যমন্ত্রী সবসময় তৃণমূলকর্মীদের পাশে রয়েছেন। মৃতের পরিবারকে সবরকম সহযোগিতার আশ্বাস দেন তিনি।
আরও পড়ুন- প্রয়াত বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়