প্রয়াত বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায়

Must read

প্রয়াত ধূপগুড়ির বিজেপি বিধায়ক বিষ্ণুপদ রায় (BJP MLA Bishnupada Ray)। মঙ্গলবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রবিবার বিধানসভার অধিবেশনে যোগ দিতে কলকাতায় এসেছিলেন ধূপগুড়ির বিধায়ক। আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়। আজ সকালে সেখানেই তাঁর মৃত্যু হয়। চিকিৎসকরা জানিয়েছেন, বহুদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন তিনি।

জানা গিয়েছে, বিধায়কের (BJP MLA Bishnupada Ray) দেহ এসএসকেএম থেকে প্রথমে নিয়ে যাওয়া হয় বিজেপির মুরলীধর সেন লেনের অফিসে। সেখানে দলীয় সতীর্থরা প্রয়াত বিধায়ককে শেষশ্রদ্ধা জানাবেন। তার পর আনা হবে বিধানসভায়। সেখানে শাসক এবং বিরোধী দলের বিধায়করা তাঁর দেহে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করবেন। বিধানসভায় পাঠ করা হবে শোকপ্রস্তাব

আরও পড়ুন-বিধায়কের উদ্যোগে স্কুলে এল সৌরবিদ্যুৎ

উল্লেখ্য, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে ধূপগুড়ি থেকে প্রথম বার ভোটে জেতেন বিষ্ণুপদ রায়। বিধানসভার বাদল অধিবেশনে যোগ দিতে উত্তরবঙ্গ থেকে কলকাতায় আসেন তিনি। কিন্তু রবিবার আচমকাই অসুস্থ হয়ে পড়েন। হৃদরোগের সমস্যা নিয়ে বিধায়ককে ভর্তি করানো হয় এসএসকেএম হাসপাতালে। কিন্তু সবরকম চেষ্টা করেও মঙ্গলবার সকালে মৃত্যু হয় বিধায়কের। বিষ্ণুপদ রায়ের মৃত্যুতে শোকস্তব্ধ রাজনৈতিক মহল।

Latest article