এখনই ভারী বর্ষণের সম্ভাবনা নেই

Must read

প্রতিবেদন: ভরা বর্ষায় রাজ্য (West Bengal) থেকে উধাও ভারী বৃষ্টি (Rain)। উল্টে বৃষ্টি আরও কমবে, এমনই পূর্বাভাস আবহাওয়া দফতরের। মঙ্গলবার থেকে নিয়ে আগামী তিনদিন রাজ্যে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়ে দিল হাওয়া অফিস। বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তাপমাত্রার উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না। দক্ষিণের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে শুধুই হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে বৃষ্টি সামান্য বাড়তে পারে। চলতি মরশুমে দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির ঘাটতি রয়েছে প্রায় ৩৮ শতাংশ। কয়েকটি জেলায় ঘাটতি ৫০ শতাংশ ছাড়িয়েছে। আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণে বৃষ্টির (Rain) ঘাটতি পূরণের কোনও সম্ভাবনা নেই। মঙ্গলবার থেকে উত্তরের পাঁচ জেলায় বৃষ্টির পরিমাণ আরও কমবে। তবে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। এরই মধ্যে পশ্চিম, মধ্য ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। মৌসুমী অক্ষরেখা আপাতত অনেকটা দক্ষিণে সরে যাওয়ায় বৃহস্পতিবার থেকে দক্ষিণে বৃষ্টি কিছুটা বাড়তে পারে। কলকাতায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির ঘাটতি না মেটায় চিন্তায় আবহবিদরা।

আরও পড়ুন- মহানায়কের দেহ সেদিন রবীন্দ্র সদনে রাখা হয়নি

Latest article