TMC Goa: গোয়ার মুখ্যমন্ত্রী ছিলেন আয়ুর্বেদ ডাক্তার, হয়েছেন খাদান মালিক! সিবিআই তদন্ত চাইল তৃণমূল কংগ্রেস

Must read

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের (Goa CM Pramod Sawant) বিরুদ্ধে সিবিআই তদন্ত চাইল তৃণমূল কংগ্রেস (TMC Goa)। শুক্রবার গোয়ার ডোনাপাওলায় সাংবাদিক বৈঠক করে গোয়ায় দলের (TMC Goa) ইনচার্জ মহুয়া মৈত্র (Mahua Moitra) বলেন, ২০১৯ সালে মহারাষ্ট্রের সিন্ধুদূর্গ জেলার তালেখোল গ্রামে ১.২ হেক্টরের একটি পাথর খাদান নিজের নামে কিনেছেন গোয়ার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী।

মহুয়া প্রশ্ন তুলেছেন প্রমোদ সাওয়ান্ত মুখ্যমন্ত্রী হওয়ার আগে একজন সাধারণ মানের সরকারি আয়ুর্বেদিক চিকিৎসক ছিলেন। তিনি পাথর খাদান কেনার মতো অর্থ পেলেন কোথায়? এর সিবিআই তদন্ত হওয়া উচিৎ। প্রধানমন্ত্রীকে অনুরোধ করব আপনার দলের একজন মুখ্যমন্ত্রী কী পরিমাণ দুর্নীতিতে জড়িত দেখুন।

এদিন লুইজিনহ ফালেরিও (Luizinho Falerio) এবং যতীশ নায়েককে (Jatish Nayek) পাশে বসিয়ে মহুয়া মৈত্র (Mahua Moitra) বলেন, “গোয়ায় অবৈধ খাদানের ব্যবসা চলছে। নিয়ম মেনে এগুলির কোনও নিলাম হয়নি। গোয়ার বিজেপি সরকার এই খাদান নিয়ে সুনির্দিষ্ট কোনও নীতি আজও তৈরি করতে পারেনি।”

আরও পড়ুন-Tripura: বিজেপির দুষ্কৃতীদের তাণ্ডবের ভিডিও প্রকাশ্যে আনল তৃণমূল কংগ্রেস

শুধু খাদান দুর্নীতি নয়, গোয়ার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মহাদেই নদীর জল বেআইনি ভাবে কর্ণাটককে (Karnataka) দেওয়ার মতো গুরুতর অভিযোগ এনেছেন মহুয়া (Mahua Moitra)। তিনি বলেন, এই জল বণ্টন নিয়ে কর্ণাটক সরকারের সঙ্গে গোয়া সরকারের মামলা চলছিল ট্রাইবুনালে। মামলায় কর্ণাটক সরকার হেরে যায়। তা সত্ত্বেও কিভাবে কোন ডিলের ভিত্তিতে জল পাচ্ছে কর্ণাটক। বেশকিছুদিন আগে দিল্লিতে গিয়ে কর্ণাটকের এক প্রভাবশালী নেতা প্রকাশ্যে দাবি করেছিলেন, গোয়ার মুখ্যমন্ত্রীর (Goa CM) সঙ্গে তাঁর ডিল ফাইনাল হয়ে গেছে কর্ণাটকের জল পেতে আর কোনও সমস্যা হবে না। হয়েওছে তাই। এই সবকিছুর তদন্তের দাবি জানিয়েছেন মহুয়া মৈত্র।

আরও পড়ুন-Tathagata Roy: ‘বিলুপ্ত হবে বিজেপি’, বলেই দিলেন তথাগত রায়

Latest article