ত্রিপুরা: অভিষেক সহ ৬ জনের বিরুদ্ধে মামলা, খারিজের দাবিতে পাল্টা হাইকোর্টে তৃণমূল

Must read

প্রতিবেদন : তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের নেতা-নেত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত হয়ে যে ”বেআইনি” মামলা করেছিল পুলিশ, এবার সেই FIR খারিজের দাবিতে আগরতলা হাইকোর্টে পাল্টা মামলা করল তৃণমূল কংগ্রেস।

আগামী বুধবার এই মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা। জানা গিয়েছে, হাইকোর্টে এই মামলাটি করেছেন ত্রিপুরার তৃণমূল নেতা সুবল ভৌমিক। পরে সামগ্রিকভাবে সকলেই এই মামলাটিতে যুক্ত হতে পারেন বলে সূত্রের খবর।

আরও পড়ুন : বড়ঞায় খুন তৃণমূল কংগ্রেস নেতা

প্রসঙ্গত, ত্রিপুরার রাজনৈতিক কর্মসূচিতে গিয়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দাঁড়া আক্রান্ত হয়েছিলেন তৃণমূলের যুবনেতা-নেত্রীরা। কিন্তু দোষীদের গ্রেপ্তারের পরিবর্তে আক্রান্তদের ওপরই মামলা করে পুলিশ। তাঁদের আদালতে পর্যন্ত তোলা হয়। সেই সময় দলের ”আক্রান্ত” নেতানেত্রীদের পাশে দাঁড়াতে ত্রিপুরা যান অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, ব্রাত্য বসু, কুণাল ঘোষরা। খোয়াই থানায় দীর্ঘক্ষণ ধরনা দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক। শেষপর্যন্ত জামিন পান ধৃতেরা। এখন কলকাতায় ফিরে চিকিৎসাধীন তাঁরা।

            আরও পড়ুন : “পড়াশোনা বন্ধের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী টাকা ভগবানের মতো হাতে পেলাম”

এর কিছুদিন পরেই ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, দোলা সেন, ব্রাত্য বসু ও কুণাল ঘোষ, ত্রিপুরার নেতা সুবল ভৌমিক ও প্রকাশ দাসের বিরুদ্ধেও স্বতঃপ্রণোদিত মামলা করে পুলিশ। এবার আইলি পথেই তার জবাব দিল তৃণমূল নেতৃত্ব।

অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দলের ৬ নেতাদের বিরুদ্ধে পুলিশের করা FIR খারিজের দাবিতে আগরতলা হাইকোর্টে পাল্টা মামলা কবলেন তৃণমূল নেতা সুবল ভৌমিক।

 

Latest article