দলনেত্রীর পদযাত্রা ও অভিষেকের জনসভাতেই বালি-উত্তর হাওড়ায় বাজিমাত তৃণমূলের

Must read

সংবাদদাতা,হাওড়া: বালি এবং উত্তর হাওড়া বিধানসভায় এগিয়ে থাকার দৌলতেই এবার জয়ের ব্যবধান অনেকটাই বাড়ল হাওড়ার তৃণমূলের (TMC) প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। গতবার উত্তর হাওড়ায় প্রায় ২ হাজার ৯০০ ভোটে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। বালিতেও মাত্র ২৯৫ ভোটে ‘লিড’ ছিল তৃণমূলের। এবার দুটি বিধানসভায় বিশেষ জোর দিয়েছিল তৃণমূল কংগ্রেস। দলনেত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর হাওড়ায় পদযাত্রা এবং বালিতে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভাতেই বাজিমাত হল। উত্তর হাওড়ায় এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় ১০ হাজার ৩১ ভোটে ‘লিড’ পেয়েছেন। যে এলাকা দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রা গিয়েছিল সেই সমস্ত এলাকার সবকটি ওয়ার্ডেই এগিয়ে থেকেছে তৃণমূল কংগ্রেস। সেরকমই বালিতেও তৃণমূলের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার পরেই দলীয় কর্মীরা চাঙ্গা হয়ে মাঠে নেমে পড়েন। বালির বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায় এবং হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাশ মিশ্র একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে তৃণমূলের ‘লিড’ বাড়াতে ঝাঁপিয়ে পড়েন। বালিতে জনসভায় এসে বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায়ের ভূয়ষী প্রশংসা করেন তৃণমূলের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। দিনরাত এক করে দলীয় কর্মীদের সঙ্গে মানুষের বাড়ি বাড়ি গিয়েও জোরকদমে প্রচার চালিয়েছিলেন বালির নির্বাচনী কমিটির চেয়ারম্যান ও বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায় স্বয়ং। তাঁকে পুরোপুরি সঙ্গত করেছিলেন হাওড়া সদর যুব তৃণমূলের (TMC) সভাপতি কৈলাশ মিশ্রও। রাণা ও কৈলাশের যুগলবন্দির জেরে এবার বালিতেও তৃণমূলের জয়ের ব্যবধান অনেকটাই বেড়েছে। গতবারের মাত্র ২৯৫ ভোটের ‘লিড’ বেড়ে এবার হয়েছে ৬৪৯২। দলীয় কর্মীরা এর নেপথ্যে বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায় ও যুবনেতা কৈলাশ মিশ্রের যুগলবন্দিকেই কৃতিত্ব দিচ্ছেন। সেই সঙ্গে তাঁরা বলছেন, ‘বালিতে এসে প্রচারের সুর বেঁধে দিয়ে গিয়েছিলেন দলের সর্বভারতীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই পথে হেঁটেই এল বিশাল সাফল্য।’ বিধায়ক ডাঃ রাণা চট্টোপাধ্যায় বলেন, ‘২০১৯ এর লোকসভা নির্বাচনে বালিতে তৃণমূলের লিড ছিল ২৯৫। ২০২১ বিধানসভা ভোটেও আমি ৬ হাজার ভোটে জিতেছিলাম। এবার জয়ের ব্যবধান এই দুই মার্জিনকেও ছাপিয়ে গেছে। এর পেছনে দলের প্রতিটি কর্মীর অবদান অনস্বীকার্য। এই ধারা আমাদের আগামীদিনেও ধরে রাখতে হবে।’ এরই মধ্যে এদিন দলের জয়ী প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে বালির তৃণমূল কংগ্রেস নেতৃত্ব বালির মহাবীরচক থেকে বালিখাল পর্যন্ত বিজয় মিছিল করেন। মিছিলে যুব তৃণমূলের নেতা কৈলাশ মিশ্র সহ দলের আরও অনেকে উপস্থিত ছিলেন। মিছিলে স্থানীয়দের ভিড় উপচে পড়েছিল।

আরও পড়ুন-কোচবিহারে তৃণমূলের বিজয় মিছিলে গুলি চালাল বিজেপি

Latest article