প্রতিবেদন : ত্রিপুরায় (Tmc in Tripura) পুর নির্বাচন যত এগিয়ে আসছে বিজেপির (BJP) লাগামছাড়া সন্ত্রাস ততই বাড়ছে। বাংলা থেকে যাওয়া তৃণমূল কংগ্রেসের (TMC) নেতাদের হোটেলে পর্যন্ত থাকতে দিচ্ছে না বিজেপি। বাংলার বিধায়ক অভিজিৎ সিংহ (Abhijit Singha) ও খোকন দাস (Khokan Das) ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়া পুরসভার নির্বাচনী দায়িত্বে রয়েছেন দলের তরফে। শনিবার তাঁদের যাতে হোটেলে থাকতে না দেওয়া হয় তার জন্য হোটেল মালিককে হুমকি দেয় বিজেপি। এনিয়ে পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। শেষে রাতভর তেলিয়ামুড়া পুলিশ থানার সামনে ধরনায় বসেন অভিজিৎ, খোকনরা। সঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও কর্মীরাও।
আরও পড়ুন-Firhad Hakim: বদলে যাবে চাঁচল, দায়বদ্ধ তৃণমূল কংগ্রেস
রবিবার ভোরবেলায় অবশেষে হোটেল কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন তৃণমূল কংগ্রেসের চাপের কাছে নতি স্বীকার করে। বিজেপির হুমকি উপেক্ষা করে হোটেলে থাকার ব্যবস্থা করেন অভিজিৎ সিংহ ও খোকন দাসরা। এভাবেই ত্রিপুরার (TMC in Tripura) মাটিতে ইঞ্চিতে ইঞ্চিতে লড়ে প্রতি মুহূর্তে জয় ছিনিয়ে আনছে তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে বিজেপির লাল চোখকে উপেক্ষা করে চলছে প্রচারও। রবিবার আগরতলা পুরনিগমের ১১৮ নম্বর ওয়ার্ডে দলীয় প্রার্থীকে সঙ্গে নিয়ে দিনভর বাড়ি বাড়ি প্রচার সারেন সুদীপ রাহা, জয়া দত্তরা।
আরও পড়ুন-Municipal Election: পুরনির্বাচনে কমিশনের অগ্রাধিকার কোভিড বিধিতে
অমরপুরে ৯ নম্বর ওয়ার্ডের দলীয় প্রার্থীকে নিয়ে প্রচার সারেন তৃণমূল (TMC) নেতৃত্ব। শনিবার গভীর রাত পর্যন্ত আগরতলা পুরনিগমের ১১ নম্বর ওয়ার্ডের প্রার্থী শুভেন্দু চক্রবর্তীর (Suvendu Chakraborty) সমর্থনে সভা করেন সুবল ভৌমিক, বাপটু চক্রবর্তী ও বাংলার বিধায়ক নারায়ণ গোস্বামী-সহ অন্য নেতা-কর্মীরা। সভায় ভিড় ছিল চোখে পড়ার মতো। বাপটু চক্রবর্তী জানান, বিজেপি প্রার্থীরা বিপ্লব দেবের নাম করে বাড়ি বাড়ি গিয়ে মানুষকে টাকা দিচ্ছে। ৬ নম্বর আগরতলা মণ্ডলের সভাপতি কুন্তল সরকার টাকা দিচ্ছেন ১০ নম্বর ওয়ার্ডের ভোটারদের। এছাড়াও বিজেপি প্রশাসন বিভিন্ন ছলেবলে কৌশলে হেনস্তা করছে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের।