Burnt Body of Bihar Journalist: বিহারে পুড়িয়ে মারা হল সাংবাদিককে

ভুয়ো ক্লিনিক চক্র ফাঁসের জের

Must read

প্রতিবেদন : দেশের সব রাজ্যেই সাংবাদিকদের উপর আক্রমণ যেন এক স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। কিন্তু সব ধরনের আক্রমণের নজির ছাপিয়ে গেল বিহারে (Burnt body of Bihar journalist)। সেখানে বুদ্ধিনাথ ঝা (Buddhinath Jha) নামে এক তরুণ সাংবাদিককে অপহরণ করে জীবন্ত পুড়িয়ে দেওয়া হল। বছর ২২-এর এই সাংবাদিকের মৃত্যুতে নীতীশ কুমারের (Nitish Kumar) রাজ্য জুড়ে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।

আরও পড়ুন-TMC in Tripura: রাতভর ধরনায় জয় ছিনিয়ে নিল তৃণমূল কংগ্রেস

বুদ্ধিনাথ স্থানীয় একটি নিউজ পোর্টালের রিপোর্টার ছিলেন। কয়েকদিন আগেই নিজের ফেসবুকে রাজ্যের একটি ভুয়ো ক্লিনিকের খবর সামনে এনেছিলেন তিনি। তাঁর রিপোর্টের কারণে এলাকার বেশ কয়েকটি ভুয়ো ক্লিনিকে তল্লাশি চালায় পুলিশ (Police)। বেশ কয়েকটি অবৈধ ক্লিনিক বন্ধ করে দেওয়া হয়। কয়েকটি ক্লিনিককে মোটা টাকা জরিমানা করা হয়। ওই ঘটনার পরেই বুদ্ধিনাথের কাছে একাধিক হুমকি ফোন আসতে থাকে। প্রতিটা ফোনেই তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। কেউ কেউ আবার বুদ্ধিনাথকে অনুরোধ করে এ ধরনের খবর না লেখার জন্য। সেই জন্য তাঁকে বিপুল টাকা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়। কিন্তু বুদ্ধিনাথ কোনও প্রস্তাব মেনে নেননি। বরং তিনি রাজ্যে এ ধরনের হাজার হাজার ভুয়ো ক্লিনিক চক্রের খবর ক্রমশ সামনে আনতে থাকেন। তার পরিণতিতেই বুদ্ধিনাথকে অপহরণ করে জীবন্ত পুড়িয়ে (Burnt body of Bihar journalist) মারল দুষ্কৃতীরা।

আরও পড়ুন-Municipal Election: পুরনির্বাচনে কমিশনের অগ্রাধিকার কোভিড বিধিতে

মঙ্গলবার রাতে বিহারের (Bihar) বেনিয়াপট্টির লোহিয়াচকে নিজের বাড়ির সামনে থেকেই দুষ্কৃতীরা বুদ্ধিনাথকে অপহরণ করেছিল। গত পাঁচদিন ধরে তাঁর কোনও খোঁজ মেলেনি। বুদ্ধিনাথের পরিবার পুলিশের কাছে অভিযোগ দায়ের করলেও পুলিশ তাঁকে উদ্ধার করতে পারেনি। শেষ পর্যন্ত মধুবনী জেলায় (Madhubani District) এক গ্রামে রাস্তার পাশ থেকে বুদ্ধিনাথের অর্ধদগ্ধ দেহ উদ্ধার হয়। বুদ্ধিনাথের বাড়ির লোকজন দেহটি শনাক্ত করেন।

Latest article