বিশ্বাসঘাতকদের জবাব দেবে ত্রিপুরা

Must read

প্রতিবেদন : ২৩ জুন ত্রিপুরা (Tripura) বিধানসভার চার আসনে উপনির্বাচন। তার আগে বিশ্বাসঘাতক বিজেপির মুখোশ খুলতে প্রচারে নেমেছে তৃণমূল কংগ্রেস (TMC)। প্রশাসন চালাতে সার্বিক ব্যর্থতার অভিযোগে বিপ্লব দেবকে সরিয়ে দিয়েছে বিজেপি। কিন্তু তার বদলে কোনও বিধায়ককে দায়িত্ব না দিয়ে রাজ্যসভার সাংসদকে মুখ্যমন্ত্রী করায় গেরুয়া শিবিরের বিরুদ্ধে কটাক্ষ রাজ্য জুড়ে। তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব বিজেপিকে তীব্র আক্রমণ করে বলেন, এই উপনির্বাচনেই ওদের মুখের মতো জবাব দিতে হবে। সামাজিক মাধ্যমে শনিবার সুস্মিতা বলেন, বিপ্লবকে সরানোর সিদ্ধান্তের মধ্যে দিয়ে বিজেপি স্পষ্টতই স্বীকার করে নিল, মুখ্যমন্ত্রী হিসেবে তাদের সরকার সম্পূর্ণ ব্যর্থ। এমনকী, বিজেপির বর্তমান বিধায়কদের মধ্যে এমন একজনও যোগ্য ব্যক্তি নেই যাকে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করা যায়।

আরও পড়ুন: নিজের বিধানসভা এলাকায় ক্ষোভের মুখে ওন্দার বিধায়ক

বিজেপির জনবিরোধী নীতির সমালোচনায় সুস্মিতা বলেন, রাজ্যে নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি হয়েছে। কর্মসংস্থান তলানিতে নেমেছে। প্রান্তিক মানুষের জীবন বিপন্ন। ত্রিপুরার (Tripura- TMC) সর্বস্তরের মানুষ বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিদিন কোনও না কোনওভাবে প্রতিবাদে নামছেন। ত্রিপুরার সর্বত্র বিশৃঙ্খল পরিস্থিতি। খোদ আইনমন্ত্রীর পাড়াতেই ঘটেছে মারপিটের ঘটনা। এই অরাজকতা থেকে বেরিয়ে আসতে হলে ত্রিপুরায় একটি শক্তিশালী বিকল্পের প্রয়োজন। সেই শক্তিশালী বিকল্প হল তৃণমূল কংগ্রেস। এর আগে বাম এবং কংগ্রেসকে মানুষ অনেক সুযোগ দিয়েছে। কিন্তু সুযোগ পেয়েও তারা ব্যর্থ। তাই এই উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থীরা জিতে আসতে পারলে তাঁরা বিধানসভায় ত্রিপুরাবাসীর স্বর তুলে ধরবেন। রাজ্যের উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ তৃণমূল কংগ্রেস প্রার্থীরা ত্রিপুরার মানুষের প্রতি দায়বদ্ধ।

Latest article