২১জুলাইয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস (TMC)। তার আগে আজ, শুক্রবার ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের কাছে রীতি মেনে খুঁটি পুজো করলেন তৃণমূলের নেতারা। নারকেল ফাটিয়ে খুঁটি তৈরির কাজে সূচনা করেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। এ ছাড়া ছিলেন রাজ্য সভাপতি জয়প্রকাশ মজুমদার, যুব সভানেত্রী সায়নী ঘোষ, রাজ্যসভার সাংসদ শান্তনু সেন, শ্রেয়া পান্ডে।
ধর্মতলায় রাজ্যের শাসক দল তৃণমূলের (TMC) সবচেয়ে বড় রাজনৈতিক সমাবেশ। আর মাত্র কয়েকটা দিন। তারপরেই ঐতিহাসিক একুশে জুলাই শহিদ সমাবেশে শামিল হবেন লক্ষ লক্ষ তৃণমূল কংগ্রেস সমর্থক। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যা পালিত হবে ‘শ্রদ্ধাদিবস’ (Shraddha Diwas) বলে।
আরও পড়ুন: ৩৫৫-র পরিস্থিতি তৈরি করতে যা-যা করতে হয়, আমি করব, চক্রান্ত ফাঁস গদ্দারের
এদিন সুব্রত বক্সি বলেন, ‘‘আজ খুঁটি পুজোর মধ্যে দিয়ে মঞ্চ তৈরির কাজ শুরু হল। এ বার সুযোগ এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশ মঞ্চ থেকেই শোনার। তাই সব জেলা থেকেই কর্মীরা আসবেন। তাঁদের মধ্যে উদ্দীপনা লক্ষ করা যাচ্ছে। আমরা প্রস্তুতি শুরু করলাম। ওইদিন রেকর্ড সংখ্যক কর্মী সমাবেশ হবে।’’