জলের তলায় রাজধানী! আতঙ্কে দিল্লিবাসী

Must read

বন্যা পরিস্থিতি দিল্লিতে (Delhi- Flood)। লালকেল্লার (Red Fort) পর যমুনার (Yamuna River) জলে ডুবল রাজঘাট। একটানা বৃষ্টির পর চারিদিকে এই পরিস্থিতিতে উদ্বিগ্ন দিল্লির প্রশাসন। বৃষ্টিতে যমুনার জল বেড়ে যাওয়ায় বর্তমানে রাজধানীর বিভিন্ন এলাকা জলমগ্ন। জলে ভেসে গিয়েছে দিল্লির অনেক বাড়িঘর, বাজার, রাস্তাঘাট। অবরুদ্ধ হয়ে পড়েছে জনজীবন। সে রাজ্যের কোথাও কোমর পর্যন্ত আবার কোথাও বুক পর্যন্ত জল। রাস্তাঘাটে জল জমায় যানচলাচলও বন্ধ হয়েছে। দিল্লি (Delhi- Flood) প্রশাসনের তরফে জানানো হয়েছে,  যন্ত্রাংশ বিকল হয়ে যাওয়ার কারণে যমুনার জল শহরের দিকে বয়ে যাচ্ছে। সেচ ও বন্যা নিয়ন্ত্রণ বিভাগের আধিকারিক এবং বিপুল সংখ্যক কর্মী জলের প্রবাহ বন্ধ করার জন্য ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছেন। এই পরিস্থিতিতে দিল্লির কিছু এলাকায় পানীয় জল সরবরাহ এবং বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হতে পারে বলেও জানিয়েছে প্রশাসন।

এহেন পরিস্থিতিতে সেন্ট্রাল ওয়াটার কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবার সারা দিন যমুনার জলস্তর স্থিতিশীল ছিল এবং সন্ধের পর থেকে তা কিছুটা নেমে এসেছে। বৃহস্পতিবার রাতে যমুনার জলস্তর ছিল ২০৮.৬৬ মিটার। শুক্রবার সকালে তা ২০৮.৪৬ মিটারে নেমে এসেছে। ওয়াটার কমিশনের আশা শুক্রবার দুপুরের পর থেকে যমুনার জলস্তর আরও কমবে এবং দুপুর ১ টা নাগাদ তা ২০৮.৩০ মিটারে নেমে যাবে।

আরও পড়ুন- ভারতকে তেলের দামে ছাড় দিতে রাজি নয় রাশিয়া

Latest article