সংবাদদাতা, রামপুরহাট : রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা-কর্মীদের ওপর হামলা চালাচ্ছে বিরোধী-আশ্রিত দুষ্কৃতীরা। এবার রামপুরহাট পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর আব্বাস হোসেনকে লক্ষ্য করে দুষ্কৃতীরা পরপর দুটি বোমা ছুঁড়ল। বোমার আঘাতে গুরুতর জখম আব্বাস হোসেনকে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন-বন মহোৎসব পালনে স্কুলে চারাগাছ বিলি
খবর পেয়ে ঘটনাস্থলে আসে রামপুরহাট থানার পুলিশ। জানা গিয়েছে, একটি নর্দমা তৈরি নিয়ে পূর্বের আক্রোশজনিত কারণে এই আক্রমণ। আহতের দাদা আরশাদ হোসেন জানান, হরিজনপল্লির কয়েকজন দুষ্কৃতী এই ঘটনা ঘটিয়েছে। পুলিশ দু’জনকে আটক করে তদন্ত শুরু করেছে। স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দাবি, একুশে শহিদ দিবসের আগে বিশৃঙ্খলা তৈরি করতে এবং সভায় যোগদান ঠেকাতেই বিরোধীরা চক্রান্ত করে হামলা চালাচ্ছে তৃণমূল কর্মী-সমর্থকদের ওপর।