বন মহোৎসব পালনে স্কুলে চারাগাছ বিলি

বন দফতর বিনামূল্যে ওই চারাগাছগুলি দেয়। গাছগুলিকে বড় করে তুলতে প্রয়োজনীয় যত্ন নেওয়া হবে বলে আশ্বাস দেন প্রধানশিক্ষক।

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের চামারবাঁধ আদিবাসী হাইস্কুল প্রাঙ্গণে বন মহোৎসব উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে ছিলেন বন দফতরের চাঁদাবিলা রেঞ্জের অফিসার শুভেন্দু বিশ্বাস, চামারবাঁধ হাই স্কুলের প্রধান শিক্ষক বিষ্ণুপদ পাত্র ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। বিদ্যালয়ের প্রাঙ্গণে ছাত্রছাত্রীরা চারাগাছ রোপণ করে।

আরও পড়ুন-ফরাক্কা ব্যারাজে ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে শতাধিক গ্রাম

বন দফতর বিনামূল্যে ওই চারাগাছগুলি দেয়। গাছগুলিকে বড় করে তুলতে প্রয়োজনীয় যত্ন নেওয়া হবে বলে আশ্বাস দেন প্রধানশিক্ষক। বন আধিকারিক শুভেন্দু বিশ্বাস বলেন, বন মহোৎসব উপলক্ষে নয়াগ্রাম ব্লকের বিভিন্ন এলাকার ফাঁকা জায়গায় চারাগাছ লাগানোর কর্মসূচি চলছে। বিভিন্ন স্কুলেও ছাত্রছাত্রীদের চারাগাছ দেওয়া হয়। তারা সেগুলো বাড়ির সামনে লাগাবে, যত্ন নিয়ে বড় করবে।

Latest article