দুষ্কৃতীর গুলি-বোমায় মৃত্যু তৃণমূল নেতার

নওদার টিয়াকাটা ফেরিঘাটে মোটর বাইক নিয়ে যাওয়ার পথে শিবনগর প্রাথমিক বিদ্যালয়ের কাছে তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ও বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা।

Must read

সংবাদদাতা, বহরমপুর : দুষ্কৃতীদের ছোঁড়া গুলি ও বোমার আঘাতে মর্মান্তিকভাবে নিহত হলেন নদিয়ার নারায়ণপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধানের স্বামী মতিরুল ইসলাম। দলের মাইনরিটি সেলের সভাপতি ছিলেন মতিরুল। বৃহস্পতিবার সন্ধ্যায় নওদার আমতলা মিশনে ছেলেকে দেখে বাড়ি ফিরছিলেন তিনি। সঙ্গে তাঁর নিরাপত্তারক্ষীও ছিল।

আরও পড়ুন-নবান্নের বৈঠকে গুরুত্ব পেল নতুন ট্যুরিস্ট স্পটের সন্ধান, উত্তরের পর্যটন বিকাশে বিশেষ টাস্ক ফোর্স

নওদার টিয়াকাটা ফেরিঘাটে মোটর বাইক নিয়ে যাওয়ার পথে শিবনগর প্রাথমিক বিদ্যালয়ের কাছে তাঁকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ও বোমা ছোঁড়ে দুষ্কৃতীরা। সেই গুলি ও বোমার আঘাতে গুরুতর জখম হন তিনি। রক্তাক্ত মতিরুল ইসলামকে প্রথমে স্থানীয় আমতলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার ক্রমাবনতি ঘটায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয় তৃণমূল নেতার। মৃত তৃণমূল নেতার ভাই গোলাম বিশ্বাস বলেন, ‘‘পরিকল্পিতভাবেই দাদাকে খুন করা হয়েছে। খুনের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’’ মুর্শিদাবাদের পুলিশ সুপার সুরিন্দর সিং বলেন, ‘‘নওদার ওই ঘটনার তদন্ত শুরু হয়েছে, মোটরবাইকটি উদ্ধার হয়েছে। কে বা কারা গুলি ছুঁড়ল, বোমা মারল, তদন্ত শুরু করেছে নওদার পুলিশ।’’

Latest article