মাধ্যমিক পরীক্ষার্থীর পাশে মানবিক তৃণমূল নেতা

সুবীরবাবু সঙ্গে সঙ্গে সহকর্মীদের নিয়ে মেয়েটির গ্রামের বাড়িতে গিয়ে তার অ্যাডমিট কার্ডটি নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন।

Must read

সংবাদদাতা, হুগলি : চণ্ডীতলার মাধ্যমিক পরীক্ষার্থী হাফিজা খাতুন বৃহস্পতিবার পরীক্ষাকেন্দ্র গরলগাছা হাইস্কুলে পৌঁছে বুঝতে পারে বাড়িতে অ্যাডমিট কার্ড ফেলে এসেছে। পরীক্ষা শুরু হতে বেশি দেরি নেই দেখে কান্নায় ভেঙে পড়ে সে। গরলগাছা স্কুলের প্রধান শিক্ষক ঘটনাটি জানান তৃণমূল নেতা হুগলি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায়কে।

আরও পড়ুন-অব্যাহত প্রতিহিংসার নীতি

সুবীরবাবু সঙ্গে সঙ্গে সহকর্মীদের নিয়ে মেয়েটির গ্রামের বাড়িতে গিয়ে তার অ্যাডমিট কার্ডটি নিয়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন। হাঁপ ছেড়ে বাঁচে হাফিজা। সুবীরবাবু বলেন, আমরা প্রতি বছর মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিশ্রাম ও পানীয় জলের ব্যবস্থা করি। যখন শুনলাম মেয়েটি অ্যাডমিট কার্ড বাড়িতে ফেলে এসেছে তখন সময় নষ্ট না করে সহকর্মীদের দিয়ে তার বাড়ি থেকে কার্ডটি এনে স্কুলের হেডমাস্টার মশাইয়ের হাতে দিই। মেয়েটিও পরীক্ষা দিতে পারে। সুবীরবাবুদের এই মানবিক কাজে অন্য অভিভাবকেরাও খুশি হয়ে বলেন, এই ধরনের কাজ সুস্থ সমাজ গড়তে সাহায্য করবে।

Latest article