ত্রিপুরায় ইতিমধ্যেই নিজেদের অস্তিত্ব জানান দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপিকে সেখানে টক্কর দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। পরের লক্ষ্য অসম। ইতিমধ্যেই এরাজ্যের অন্যতম নেতা, প্রাক্তন সাংসদ তথা অসম (Assam) প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি রিপুন বোরা (Ripun Bora) যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress)। তিনিই এখন অসমে তৃণমূলের নতুন রাজ্য সভাপতি। বরাক উপত্যকায় ঘাসফুল ফোটাতে বদ্ধপরিকর তিনি। নওগাঁও, শিলচর-সহ পুরো অসম জুড়ে তাই তৃণমূল স্তর থেকে কাজ করার জন্য রিপুন বোরার নেতৃত্বে মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন এখানকার তৃণমূল কংগ্রেস কর্মীরা। এনআরসি অসমের অন্যতম ইস্যু। রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, এনআরসির মতো জ্বলন্ত ইস্যু থাকা সত্ত্বেও তাকে কাজে লাগাতে পারেনি বিরোধীরা। দেশের অন্যান্য রাজ্যের মতো অসমেও বিরোধী দল কংগ্রেস অপ্রাসঙ্গিক হয়ে মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। ব্যক্তিস্বার্থের অঙ্কে কংগ্রেসের বহু নেতা তলায় তলায় যোগ রাখেন শাসক দলের সঙ্গে। আর তাই এবার অসমবাসীর দুঃখ-দুর্দশা, যন্ত্রণা, অভিযোগের কথা তুলে ধরতে এবং মানুষের হয়ে কাজ করার লক্ষ্যে মাঠে নেমে পড়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। অসম তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীদের সর্বতোভাবে উৎসাহ দিচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সম্প্রতি অসম সফরে গিয়ে কর্মীদের উজ্জীবিত করেছেন তিনি।
এরাজ্যে কংগ্রেস নয়, বিকল্প হল তৃণমূল : দুয়ারে সরকার, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, কর্মসাথী, গতিধারা, কৃষকবন্ধু প্রকল্পের মতো অসংখ্য প্রকল্পের সুবিধা যেভাবে পশ্চিমবঙ্গের মানুষ পাচ্ছেন, অসমবাসীর (Assam) কাছেও তা পৌঁছে দিতে চায় তৃণমূল কংগ্রেস। রিপুন বোরার (Ripun Bora) মতে, এখানে কোনও শক্তিশালী প্রতিপক্ষ নেই। আগের কংগ্রেস এখন বিজেপির ‘বি’ টিম হিসেবে কাজ করছে। এইজন্য আসামের মানুষ এইরকম দলকেই চায়, যারা সত্যি সত্যিই বিজেপিকে সমানে টক্কর দিতে পারবে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পশ্চিমবঙ্গ দিয়েছে। অসমের মানুষও ‘পরিবর্তন’ চায়। আর তা আনার লক্ষ্যে কাজ করছি আমরা।
আরও পড়ুন: ইতিহাস ছুঁয়ে দেখতে নালন্দা ঘুরে আসুন
অসম তৃণমূল কংগ্রেসের চলতি কর্মসূচি : ইতিমধ্যেই অসমের প্রত্যেক বুথে, গ্রামে তৃণমূল কংগ্রেসে গণযোগদান কর্মসূচি চলছে। অসম তৃণমূলের আগামীদিনের লক্ষ্য, প্রত্যেকটি মানুষের কাছে ব্যক্তিগতভাবে পৌঁছে যাওয়া। শুধুমাত্র বাঙালি নয়, তৃণমূল কংগ্রেস আছে সবার পাশে। আগামী দিনে সমস্ত বর্ণ এবং ধর্মের মানুষের ঐক্যবদ্ধ স্বর হয়ে উঠতে চায় তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই বন্যা বিধ্বস্ত অসমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এবং তাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের লক্ষ্যে রাজ্যে চারটি ভাগে ভাগ হয়ে অসম তৃণমূল কংগ্রেসের চারটি দল মানুষের পাশে গিয়ে নানা সহায়তা পৌঁছে দিচ্ছে, খাদ্যসামগ্রী বিতরণ করছে।
অসমের জ্বলন্ত সমস্যা : সারাদেশের মতো অসমেও মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব এই মুহূর্তে এক জ্বলন্ত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সঙ্গে রয়েছে এনআরসি। রিপুন বোরা জানান, এখনও রাজ্যের ১৯ লাখ মানুষের নাম এনআরসিতে তুলতে হবে। তাঁর অভিযোগ, বিজেপি শাসনকালে মানুষের সঙ্গে মানুষের বন্ধন ভেঙে গিয়েছে। এখন এক জাতির মানুষ অন্য জাতির কাছে শত্রুতে পরিণত হয়েছে। বিজেপি রাজনৈতিক উদ্দেশ্যেই তাতে ইন্ধন দিয়ে চলেছে। মানুষের মধ্যে এই বিভেদ মুছে সম্পূর্ণ অসম বানানোর লক্ষ্যে কাজ করছে তৃণমূল কংগ্রেস। যেখানে সম্প্রীতি ও সহাবস্থান অক্ষুণ্ণ থাকবে। রিপুন বোরা জানান, মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজ্যস্তরে প্রতীকী অনশন কর্মসূচি নেওয়া হয়েছে। কিছুদিন আগেই নওগাঁ জেলায় পুলিশি হেফাজতে মৃত্যুর পর বিক্ষুব্ধ জনতার পাশে দাঁড়িয়েছে একমাত্র তৃণমূল কংগ্রেস। বিভিন্ন জনসংযোগের কাজ এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। রাজ্য কমিটি গঠন করা হবে শীঘ্রই। আর তা সম্পন্ন হলেই আরও ব্যাপকভাবে তৃণমূলস্তরের মানুষের কাছে পৌঁছে যেতে চায় অসম তৃণমূল কংগ্রেস।
বিজেপিশাসিত এই রাজ্যে সামাজিক মাধ্যমে সরকারবিরোধী কোনও পোস্ট হলেই সঙ্গে সঙ্গে তাকে গ্রেফতার করা হয়। রিপুন বরা জানালেন, অসমবাসী বিজেপির এই স্বৈরাচারী শাসনতন্ত্রের হাত থেকে মুক্তি চায়। পরিবর্তন চায় তারা। আর মানুষের সেই পরিবর্তনের ইচ্ছেকে সাকার করে তুলতেই কাজ করছে অসম তৃণমূল।