সংবাদদাতা, দুর্গাপুর : নক্ষত্র সমাবেশে গেরুয়া শিবিরকে কড়া বার্তা দিলেন যুব তৃণমূলের রাজ্য সভাপতি সায়নী ঘোষ (Saayoni Ghosh- TMC)। বুঝিয়ে দিলেন গোখরো সাপের ভয় দেখিয়ে গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চাইলে রাজ্যের মানুষ তার যােগ্য জবাব দেবে। রবিবার পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকার ঝাঁঝরা ময়দানে জেলা তৃণমূলের প্রকাশ্য সমাবেশে বিজেপির বিরুদ্ধে আগাগোড়াই আক্রমণাত্মক ছিলেন সায়নী। এদিনের সভায় প্রকৃত অর্থেই ঘটেছিল রাজনৈতিক নক্ষত্র সমাবেশ। উপস্থিত ছিলেন সাংসদ শত্রুঘ্ন সিনহা। রুপোলি পর্দার এই দুই তারকাকে দেখে খনি শিল্পাঞ্চলের কয়েক হাজার মানুষ তখন মুহুর্মুহু করতালিতে ফেটে পড়েছেন। এদিনের মঞ্চে ছিলেন রাজ্যের আইন ও শ্রমমন্ত্রী মলয় ঘটক, জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রমুখ। এদিন প্রথম থেকেই অত্যন্ত ঝাঁঝালো সুরেই কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে তুলোধোনা করেন সায়নী (Saayoni Ghosh- TMC)। তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী বলেন ‘সবকা সাথ, সবকা বিকাশ’। উনি ‘সবকা সাথ, সবকা বিকাশ’ না করে সবকা সর্বনাশ করে ছেড়েছেন।” একই সঙ্গে নাম না করেই অভিনেতা ও বর্তমানে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকেও তীব্র ভাষায় কটাক্ষ করেন সায়নী। মন্ত্রী মলয় ঘটক বলেন, বিজেপি যতই চেষ্টা করুক, আগামী ৫০ বছর তারা এ রাজ্যে ক্ষমতায় আসতে পারবে না।